প্রয়ানে, আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ- ভাটি বাংলার মহাপুরুষ- ওমর মেহেদী রুনু
- Update Time : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সামাদ আজাদ-শুধু এক ব্যাক্তি নন, একটি প্রতিষ্টান, একটি আন্দুলন, একটি বিপ্লব, জাতি নির্মাণের কারিগর, মহাকাব্যের অমর গাতা এক ইতিহাস।
চিরদিন তুমি সামাদ আজাদ
সবার হৃদয়ে তাকবে,
তুমার শপ্নের ভাটি বাঙলা
গড়তে মানুষ জাগবে।
সামাদ আজাদ-জন্ম সুনামগঞ্জ জগন্নাথপুর ভুড়াখালী গ্রামে উনিশ শত বাইশ এর পনেরো জানুয়ারী,সাতাইশ এপ্রিল দুহাজার পাচে করেন দেহত্যাগ। মৃর্তু্ই মানুষের শেষ পরিনতি।এটা অবধারিত,মৃর্তু্ মানেই সব কিছু নয় শেষ।শুদ্ধ মানুষ করে যা,তাঁর অবর্তমানে অন্যেরা তাকরে স্ররণ।সামাদ আজাদ সেই এক জন।
ভাটি বাংলার নেতা
সামাদ আজাদের কথা
ভুলবেনা কেউ,যত দিন রবে
সুরমা কুশিয়ারা মাগুরার ঢেউ।
সামাদ আজাদ-ইতিহাসের সুন্দর অংশকে করেছেন উজ্জ্বল ও স্ররণীয়।দেশের চরম দূর্যোগের দিনে হাল ধরে সাগর দিলেন পাড়ি। দেশকে নিলেন মুক্তির তীরে।
সামাদ আজাদ-ঝুঁকি নিয়ে আজিবন ভাবেন সবার ওপরে জনগণ। বিচ্যুত হননি কখনো। জনগনের স্বার্থ রেখেছেন সর্বদা সমুন্নত।
সামাদ আজাদ-বাঙালী জাতির প্রতিটি গৌরবোজ্জল অর্জনের পিছনে ছায়া,বাঙালীর ঐতিয্য ও প্রাপ্তির স্বাক্ষর গণমানুষের গণচিন্তার আদর্শ রাজনীতিবিদ, সংগ্রামী আজীবন।
মেহনতি শ্রমজীবী মানুষের আশা প্রত্যাশার এক দিপ্ত ভাবনা।
সামাদ আজাদ-ভালবাসা শ্রম মেধা প্রজ্ঞা সংগ্রামী ইমেজ, প্রতিষ্ঠ আজ সমগ্র বাংলার মাটি ও মানুষের হৃদয়ে।
জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন দমাতে পারেনি তাকে,
সকল রক্তচক্ষু করে উপেক্ষা আপন মহিমায় বাংগালীর হৃদয়ে চির ভাস্বর।
সামাদ আজাদ-বর্নাঢ্য রাজনৈতিক জীবন কখনও আন্ডার গ্রাউন্ড, কখনও কারাগার দীর্ঘ বছর রাজনীতির মাঠে বিচরণ আপসহীন আজীবন।
সামাদ আজার-আওয়ামীলীগ এর নীতিনির্ধারক, মুক্তিযুদ্বের সংগঠক, মুক্তিযুদ্বে দেশের পক্ষে বিশেষ দূত, আন্তর্জাতিক সমর্থন আদায়ে বদ্বপরিকর।বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী, বঙ্গ বন্ধুর ঘনিষ্ঠ সহচর।
সামাদ আজাদ-আজীবন সংগ্রামী প্রগতিশীল ভাষার জন্য বাযান্নতে গেলেন জেলে। দেশ ও দেশের জন্য আজীবন লাড়াকু সৈনিক।গৌরবময় ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী।
সামাদ আজাদ-গণতন্রের সংগ্রাম,মুক্তির সংগ্রাম,দূর্যোগে সকল অধিকারের সংগ্রামে তাঁর অবদান চির অভিস্বরণীয়।ইতিহাস সৃষ্টির স্বরণীয় কর্মধারায় অনন্য ব্যক্তিত্ব।
সামাদ আজাদ-পঁচাত্তরের পনেরো আগস্ট কালো রাতে জাতিরজনকের রক্ত পিপাসু কালো শুকনদের তান্ডবে হননি ভীত, বিচলিত।
খুনিদের রক্তের হুলি খেলায় নতজানু নয়,
ছিলেন আপন বিস্বাসে অটল।
সামাদ আজাদ-পঁচাত্তরে ৩’রা নবেম্বর কেন্দ্রীয় কারাগারে, খুনি মোস্তাক চক্র হত্যা করে নির্মমভাবে চার জাতিয় নেতা সেদিনও ছিলেন ঘাতকদের টার্গেট, আল্লাহর রহমত তিনি পেলেন সেদিন রক্ষা।
সামাদ আজাদ-একজন কর্মবীর,
কর্মের জন্য চির অমর ইতিহাসের পাতায়
তাঁর মৃত্যুতে গভীর শুকাহত।
সামাদ আজাদ-তাঁর মায়া মহব্বত আদর ভালবাসা,
কাছে টেনে আদর করা আজও আমাকে কাঁদায়।
তাঁর আদর্শকে আজও আমি করছি বহন,
তাঁর আত্বার মাগফেরাত কামনা করি,
স্মৃতিপ্রতি জানাই অকৃওিম শ্রদ্ধা।




























