আজ, , ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মসজিদে নববীতে তারাবি পড়াবেন চার ইমাম

ডেস্ক রিপোর্ট :: মসজিদে নববীতে এ বছর রমজানে চারজন ইমাম তারাবি ও তাহাজ্জুদ পড়াবেন। এরই মধ্যে ইমামদের নামের তালিক প্রকাশ করেছে মসজিদ পরিচালনা পর্ষদ।

সোমবার (৪ মার্চ) ইমামদের সঙ্গে বৈঠক শেষে তাদের নাম প্রকাশ করেন পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। পরে রমজানবিষয়ক কর্মপরিকল্পনা প্রকাশ করেন তিনি।

 

এ বছর মসজিদে নববীতে তারাবির নামাজে ইমামতির দায়িত্ব পালন করবেন শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম, শায়খ আহমদ বিন তালিব, শায়খ সালাহ আল বুদাইর। আর রমজানের শেষ ১০ দিনের তাহাজ্জুদ নামাজে তাঁদের সঙ্গে শায়খ ড. আলী আল-হুজাইফি ইমামতি করবেন।

গত বছর পবিত্র এ মসজিদে ড. আহমদ আল হুজাইফি ও শায়খ ড. খালিদ আল মুহান্না নামাজ পড়িয়েছেন। এবারের ইমামদের তালিকায় তাঁদের নাম দেখা যায়নি।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ পবিত্র রমজান শুরু হবে। এ মাসে বিশ্বের অসংখ্য মুসলিম ওমরাহ পালন করে। গত বছর এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ