কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
হিংসায় কখনো শান্তি আসেনা,
হিংসা করে বড় হওয়া যায়না,
হিংসা করে জ্বালানো যায়,
সে জ্বালায় নিজেই নিভে যায়।
সমাজে বড় হতে হলে ছোট হও,
নিজেকে বড় ভাবলে বড় নও,
দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না,
মরণের সময় ক্ষমতার বাহাদুরি চলে না।
স্বার্থ ছাড়া সমাজসেবী কমই দেখেছি,
ভালোবাসার আগুনে হৃদয় পুড়িয়েছি,
স্বার্থবান সমাজসেবী সমাজের ধিক্ষার পেতে দেখেছি,
তার পরও বুঝিনা স্বার্থের মাঝে অন্ধ হয়েছি।
এ জীবন ক্ষণিকের বাস,
জীবনে কি করেছি চাষ,
হিংসায় বাড়ে হায় হুতাশ,
শান্তি নাই দিবানিশি ভারি আকাশ বাতাস।
এক সেকেন্ডের নাই ভরসা,
গায়ের জোড়ে মারি মশা,
অসুখ পেলে পড়ে শ্লেষা,
আল্লাহর উপর ভরসা।
লেখকঃ- কাজী ও সাংবাদিক










