কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
নিন্দুকেরা নিন্দা করে কলিজায় শান্তি নাই,
নিন্দা করে উপরে উঠতে দেখিনি কলিজা ঠান্ডা পাই।
আবাল বৃদ্ধ বনিতা হৃদয় উজাড় করে মায়া দেখায়,
নন্দিত যখন নিন্দিত মানুষ তখন ধিক্ষার জানায়।
আল্লাহ যাকে উপরে উঠান নীচে নামানোর ক্ষমতা কারো নাই , আল্লাহ পরাক্রমশালী তাতে কোন সন্দেহ নাই।
কাউকে অপমান করার পায়তারা করা যায়,
তাতে তার সম্মান যায়না সাময়িক কষ্ট পায়,
পরক্ষণে নিজেই নিজের কর্মের ফলে প্রাণ যায় যায়।
মানুষ যত শিক্ষিত হোক না তাতে কি,
সে তার মূলের দিকে দাবীত হয় ডাল ভাতে ঘি।
নিজের বুদ্ধিমত্তায় কাজ করে দূঃখ নেই তাতে,
পরের প্ররোচনায় ফাঁদে পড়ে সব কিছু হারিয়ে ডুকরিয়ে কাঁদে।
লেখকঃ- কাজী ও সাংবাদিক










