আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





জীবন চলে যায় জীবনের বাঁকে

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

এই ছোট্র জীবনে কতই কিছু দেখেছি,
ঘটনার আড়ালে ঘটনা পেয়েছি,
আক্রোশমূলক নিজ স্বার্থে আক্রোশ মিঠাচ্ছি।

জীবন চলে যায় জীবনের বাঁকে,
জীবন আঁকি জীবনের ফাঁকে,
সৃষ্টির সেরা জীব কয়জ বুঝে?
বোঝে বোঝে না মন সেরা জীব বটে।

সময় বলে দেয় কেন উপরে উঠে,
উপরে উঠে অতীত ভুলে যায় তবে,
প্রকৃতির বিচার কেউ কি ঠেকাবে?
কর্মগুণে জীবনে প্রাপ্য পাবে,
প্রকৃতির বিচার তার গতিতেই হবে।

কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা কি সাজে,
জ্ঞান পাপীরা স্বার্থের পেছনে থাকে,
স্বার্থের আঘাতে হানা-হানিতে শোধ নেয় তাতে,
পরকাল ভুলে খ্যাতি বাড়াতে মত্ত থাকে,
পরোপকারীকে ভুলে যায় শাস্থি দেয় হাতে।

আসমান জমিন সত্য সন্দেহ নাই তাতে,
মনে থাকেনা তখন পাহাড় পরিমান সম্পদ বানাতে,
হারাম- কালাম বলতে হৃদয় কাঁপেনা তাতে।

ইহকাল ও পরকাল সত্য সন্দেহ নাই তাতে,
সেটা মনে প্রাণে বিশ্বাস থাকতে,
অসধাচরণ করে কি সৃষ্টির সেরা জীবদের সাথে।

 

হেদয়তের মালিক যিনি এ জগতে পাঠিয়েছেন তিনি,
মানুষকে মানুষ বুঝবে যিনি পরকালে শান্তি পাবে তিনি।

 

লেখকঃ কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ