আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





শান্তিগঞ্জে লাইফ স্কিল কম্পিউটার একাডেমির শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ

নিজেস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সরকার অনুমোদিত গভ: রেজিস্ট্রেশন নং-এস ৮০২৬(৪৭)/০৮ ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কম্পিউটার শিক্ষার বাতিঘর ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’ এর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সের (৩৭ ও ৩৮ তম ব্যাচের) শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ ফেবীর ) বিকাল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র সেমিনার কক্ষে ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’র আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল তালুকদারের সভাপতিত্বে, সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ এফআইভিডিবি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসিন হাবিব জেমস।

পরে অতিথিবৃন্দরা লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’র প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, লাইফ স্কিল কম্পিউটার একাডেমির শিক্ষার্থী নাছিম খান, মোর্শারফ করিম, ফারজানা বেগম, রতœা বেগম, মেহজাবিন, রাহনুমা আক্তার রোহা, হালিমা আক্তার, নুরুল আলম সিরাত, সবুজ মিয়া, পিয়াল ভট্টাচার্য্য, পাবেল আহমদ, অনিক চন্দ্র দাস, এনাম মিয়া, আবু ইউসূফ নাঈম, সারোয়ার আহমেদ সৌরভ, ইন্নুছুর রহমান, নিরুপম দেবনাথ, মাহদী হাসান খান সহ প্রমূখ।

সভাপতির বক্তব্যে ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল তালুকদার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষিত বেকার যুব সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক সহ হাজারো প্রশিক্ষর্থীদের মধ্যে তথ্য প্রযুক্তির শিক্ষা দিতে পেরেছি। অনেকেই আজ আমাদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারি-বেসরকারি চাকরিতে প্রবেশ করে সফল হয়েছেন, সুনামের সাথে কাজ করছেন।

তিনি জানান, লেখা পড়ার পাশা-পাশি সকল শিক্ষার্থীর উচিৎ নিজেদের স্কিল ডেভেলপ করা। প্রত্যেকের স্কিল ডেভেলপ করতে আমাদের যে কোন একটি কোর্সই যতেষ্ঠ। অভিভাবকদের উচিৎ ছেলে-মেয়েকে জেনারেল শিক্ষার পাশা-পাশি কর্মমূখী শিক্ষা নিশ্চিৎ করা। আমার একটাই স্বপ্ন এই এলাকার সন্তান হিসাবে এলাকার প্রতিটি মানুষকে কম্পিউটার শিক্ষা দিয়ে কর্মমূখী করে গড়ে তুলা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ