ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি
- Update Time : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে আকস্মিক বন্যায় বিস্তীর্ণ এলাকা পাবিত হয়েছে। গত ৯আগষ্ট থেকে চার দিনের ভারি বর্ষণও পাহড়ি ঢলে ১৩ইউনিয়ন ও একটি পৌরসভার নি¤œাঞ্চল পাবিত হয়েছে। সুরমা, পিয়াইন, চেলা, ধলাই ও মরাচেলাসহ পাহাড়ি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে রোপা আমন ভূমির অধিকাংস সদ্য রোপিত ফসল পানিতে তলিয়ে গেছে। তলিয়য়ে গেছে অধিকাংশ চারা ভূমি। এখন শ্রাবন মাসের শেষের দিকে এ বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিপুল সংখ্যক কৃষক। পাউবো সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে দাবি করছেন। রোপা আমন বুনার সাথে-সাথেই বন্যায় তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। একইভাবে বন্যায় তলিয়ে যাওয়া চারার ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। বোর ফসল হারানোর পর এখন আমন ফসলও বুনতে পারছেনা কৃষকরা। এযেন মরার উপর খাড়ার ঘা বলে মন্তব্য করছেন অনেকে। আকস্মিক বন্যায় বীজতলা হারিয়ে এখন কৃষকদের মাথায় হাত উঠেছে। এবারে প্রায় ১০হাজার হেক্টর ভূমিতে রোপা আমনের চাষ হবার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক জানান, ফসল ও বীজ তলা তলিয়ে যাওয়ার সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। তালিকা তৈরি করা হচ্ছে। তবে এ বন্যায় রোপা আমন ও বীজ তলার অনেক তি হয়েছে।




























