হাজারো মানুষের স্বতঃফুর্ত অংশ গ্রহনে ১৩ ডিসেম্বর মঙ্গলবার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্টান হলিয়ার পাড়া সিনিয়র মাদরাসার উদ্যোগে মাদরাসা ক্যাম্পাস থেকে জগন্নাথপুর সিলেট মহাসড়কে অনুষ্টিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বিশাল ও বর্নাঢ্য `মোবারক র্যালি’। সকাল ৮.৩০ মিনিটে কালিমা খচিত ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা সহ হলিয়ারপাড়া মাদরাসার ছাত্র শিক্ষক, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, নজীপুর হাফিজিয়া মাদরাসা,পীরের গাও লতিফিয়া দাখিল মাদরাসা,মিয়ার বাজার আলিম মাদরাসার ছাত্র এবং এলাকার সর্বস্তরের মুসল্লিগন, ইমাম মোয়াজ্জিন ও যুবক বৃদ্ধ গনের সমন্বয়ে মীরপুর,হলিয়ারপাড়া, কেউনবাড়ি, আটঘর, হাছন ফাতেমাপুর, বাউরকাপন এলাকার আকাশ বাতাসে প্রতিধ্বনিত হয় সালাত-সালাত ও নাতে রাসুল পরিবেশনার সু মধুর সুর লহরী। নবী করিম (সাঃ) এর শানে আশিকে রাসুলদের কন্ঠে কন্ঠে উচ্চারিত হয় সালাম সালাম নবী সালাম সালাম, বালাগাল উলা বি কামালিহী, শামছুদ্দোহা আচ্ছালাম— এরকম অগনিত নাত। র্যালি পরবর্তী মাদরাসা মিলনায়তনে আলোচনা সভায় মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব মাওলানা মঈনুল ইসলাম পারভেজ,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিয়ার বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খাঁন ও চিলাউরা দারুছুন্নাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা। মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দিন এমরানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াকুব আহমদ নাতে রাসুল পরিবেশন করেন আবু ছাঈদ মোঃ ইয়াহইয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য জনাব মোজাক্কির হোসাইন, জনাব আব্দুল মন্নান, জনাব ফরিদ আহমদ, জনাব মিজানুর রহমান,জনাব আবুল কালাম, জনাব আব্দুল হান্নান, জনাব এখলাছুর রহমান, জনাব হুমায়ুন আহমদ, জনাব আব্দুল গনি সোহাগ। পরিশেষে বিশ্ব মুসলিমের শান্তি কল্যাণ ও ঐক্য কামনা করে অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেবের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি