সুনামগঞ্জে বন্যার অবনতি: নিম্নাঞ্চলগুলো প্লাবিত
- Update Time : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ থেকে :: সুনামগঞ্জে বিভিন্ন নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে জেলার দুটি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভারি বর্ষণ ও পাহাড়ী ঢল নেমে এসে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হয়ে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলা প্লাবিত হয়েছে। শুক্রবার সকাল থেকে ভারি বর্ষণ শুরু হওয়ায় সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। তবে তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চলগুলো। পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অবিরত বৃষ্টির প্রভাবে ইতোমধ্যে ২টি উপজেলা প্লাবিত হয়ে গৃহবন্দি মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে।
গত এপ্রিল মাসে জেলাবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও আবারো দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সুরমা নদীর শহরের ষোলঘর পয়েন্টে ভারি বর্ষণে পানি বেড়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় সুত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে জেলার সীমান্তবর্তী উপজেলার শতাধিক বাড়ি ঘরে পানি উঠে গৃহবন্ধি হয়ে পড়েছে। এছাড়াও বন্যার পানির কারণে বন্ধ রয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান।
তবে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় সবকটি রাস্তার উপরে পানি থাকায় ব্যহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে তাহিরপুরে রাস্তাগুলো ডুবে গিয়ে সুনামগঞ্জ শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, ভারি বৃষ্টি ও পাহাড়ী ঢল নেমে এসে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৭ সে.মি উপর দিয়ে বইছে। তবে ইতোমধ্যে জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আগামী ২৪ ঘন্টা ভারি বর্ষণ হলে নিম্নাঞ্চল এলাকা ছাড়াও সারা জেলা তলিয়ে যেতে পারে বলে তিনি জানিয়েছেন।


























