আজ, , ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে মতবিনিময় ও সংবর্ধনায় দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সবার সহযোগিতা চাই- জয়নাল আবেদীন «» জগন্নাথপুরে ইয়াবা ও গাঁজাসহ পৃথক অভিযানে গ্রেফতার- ৪ «» জমিয়তকে এগিয়ে নিতে প্রতিটি স্তরে আরো জনপ্রতিনিধি তৈরী করতে হবে মাওঃ জয়নাল আবেদীন «» ছাত্র মজলিস বড়লেখায় ছাত্র সমাবেশে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সংযুক্তি করার জোর দাবি- সাবেক কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম «» তিন পর্বে বিশ্ব ইজতেমা, দ্রুত চলছে ময়দান প্রস্তুতির কাজ «» নিলামে উঠছে সাবেক ২৪ এমপির গাড়ি «» জগন্নাথপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার- ২ «» মোঃ আব্দুর রউফ: আজীবন শিক্ষক «» শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন «» জগন্নাথপুরে ইসলামপুর মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন: গ্রামবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ





যুক্তরাজ্যে ব্যারিস্টার হলেন জগন্নাথপুরের মাহফুজা চৌধুরী মায়েশা

ইয়াকুব মিয়া :: যুক্তরাজ্যের লন্ডনের ল’ সিটি অফ ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের কৃতি সন্তান মাহফুজা চৌধুরী মায়েশা। সে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যাক্তি হবিবপুর আশিঘর এলাকার কৃতি সন্তান মোঃ আবু বক্কর এর ভাগিনী। মাহফুজা চৌধুরী মায়েশা দুই হাজার সালের ফেব্রুয়ারী মাসে যুক্তরাজ্যে জন্ম গ্রহন করেন।

সম্প্রতি যুক্তরাজ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অনুষ্ঠানে মাহফুজা চৌধুরী মায়েশাকে সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে মায়েশার মাতা মহিমা বেগম ও মামা যুক্তরাজ্যের বিশিষ্ট  ব্যবসায়ী মোঃ আবু বক্কর উপস্থিত ছিলেন। এদিকে মায়েশা তার এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। একই সাথে সে তার মা, শিক্ষকমন্ডলী, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও এলাকাবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মায়েশা সকলের নিকট দোয়া প্রার্থী। মায়েশার মামা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবু বক্কর বলেন, আমার ভাগিনী যাতে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করতে পারে সে জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ