ডেস্ক রিপোর্ট :: পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় দেখা দিয়েছে কুকুর আতংক। জানা যায়, হঠাৎ করে বহুলা গ্রামে বেশ কয়েকটি কুকুর যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। প্রথম দিকে রিনা আক্তার নামে এক নারী ও তানভীর আহমেদ নয়ন নামে এক যুবককে কামড়ায় কুকুরেরদল। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর একে একে শিশুসহ অন্তত ১৪ জন লোককে কামড়ে দেয় কুকুরের দল। তারাও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়।