ডেস্ক রিপোর্ট :: ছেলের শ্বশুরবাড়ির লোকজন এবং পুত্রবধূর ভয়ে গত ২ মাস ধরে নিজেদের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় এবং মেয়ের শ্বশুরবাড়িতে থাকছেন আবুল হাশেমের পরিবার। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ৮ নম্বর ওয়ার্ডের হাজী আবুল হাশেমের নতুন বাড়িতে। এ ঘটনায় নিজের ছেলে মো. ইব্রাহিম (৪৫) এবং পুত্রবধূ পারভীন আক্তারকে (৩০) অভিযুক্ত করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আবুল হাশেম (৭৪)। মামলার এজাহারে আবুল হাশেম জানান, গত ২ মাস আগে আমার ছেলে ইব্রাহিম বিদেশ হতে এসে তার শ্বশুরবাড়ির লোকজনের ইন্ধনে আমার বাকি ছেলে মেয়েদের ঘর থেকে বের করে দিয়ে পুরো ঘর এবং জায়গা সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। আমি তাতে রাজি না হওয়ায় গত ১২ সেপ্টেম্বর আমাকে মারধর করে হাত ভেঙে দেয়। ১৩ সেপ্টেম্বর আমার স্ত্রী নুর জাহান বেগমকে (৬০) মারধর করে। পরবর্তীতে আমার ছেলে ইব্রাহিমের শ্বশুরবাড়ির লোকজন এনে আমাকেসহ আমার অন্যান্য ছেলে এবং ছেলের বউকে ঘর থেকে বের করে দেয়। ঘরে ফিরে আসলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী আবুল হাশেমের স্ত্রী নুর জাহান বেগম (৬০) জানান, আমার ছেলে আর ছেলের বউ তার শ্বশুর আব্দুস শুক্কুরের কথায় আমাদের মারধর করেছে। আমার বাকি ছেলের বউগুলো বাপের বাড়িতে কেউ শহরে বাসা ভাড়ায় থাকছে। আমি এবং আমার স্বামী লজ্জাশরম ভুলে আমার মেয়ের শ্বশুরবাড়িতে থাকছি। আমাদের নিজ ঘরে আমরা আসতে পারছি না; তারা আমাদের ঘরে সবকিছু চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পিতার করা মামলায় ছেলে কারাগারে রয়েছে। বিষয়টি জানতে অভিযুক্ত পুত্র বধূর পারভীন আক্তারের নাম্বারে বেশ কয়েকবার ফোন দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে কর্ণফুলী থানার নবনিযুক্ত ওসি মো. জহির হোসেন জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে