ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিশিষ্ট লেখক, গবেষক, ড. অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ জামিন লাভ করেছেন। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে জামিন আবেদন শুনানীতে জামিন মন্জুর করে বিজ্ঞ আদালত। ড. অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা ও মিরপুর ইউনিযনের হলিয়ারপাড়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হিসেবে দীর্ঘ দিন ধরে মানুষ গড়ার কারিগর-এর দায়িত্ব পালন করছেন।
জানা যায়, একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদ্লতে হাজিরা দিতে গেলে তাহার জামিন নামঞ্জুর হয়। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞা আদালতে আসামী পক্ষ ও বাদী পক্ষের তর্ক বিতর্ক দীর্ঘ শুনানী শেষে বিচারক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজের স্থায়ী জামিন মন্জুর করেন। বিশিষ্ট লেখক, গবেষক ড. অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজের মুক্তির পর পর সুনামগঞ্জ জেল গেইটে বিভিন্ন মহলের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে শান্তিগঞ্জ বাজারে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির
প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মাওলানা আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাকে সংবর্ধনা জানান।
কারাগার থেকে বের হয়ে ড. অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেন, পরিকল্পিত ভাবে সাজানো একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে গেছি। আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের স্বীকার। যাদের সহযোগীতায় জামিন লাভ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এছাড়া সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীও জানান। এদিকে অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজের মুক্তির দাবিতে গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের উদ্যােগে পৌর পয়েন্টে বিশাল মানববন্ধন করা হয়। এবং ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে হবিবপুর গ্রামবাসীর উদ্যােগে হাসপাতাল পয়েন্টে বিশাল মানববন্ধন সভার আয়োজন করা হয়। তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। এছাড়া বিভিন্ন মহলের পক্ষ থেকে যারা জামিন লাভের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।