আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বিশ্বনাথের কিশোর আল-আমিনের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি :: ৩ মাস ১০ দিন পূর্বে দক্ষিণ সাউথ আফ্রিকা গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয়েছে সিলেটের বিশ্বনাথের আল-আমিন (১৭) নামের এক কিশোর। সে পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের মোবারক আলীর পুত্র।

নিহত আল-আমিনের আত্মীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কিস্টিয়ানা শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আল-আমিনকে প্রচুর মারধর করার এক পর্যায়ে গুলি করে সন্ত্রাসীরা।

গুরুত্বর আহত অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সদ্য যৌবনে পদার্পন করা নিষ্পাপ কিশোর আল-আমিন।

এদিকে, অতি আদরের ভাগ্নাকে হারানোর সংবাদ পেয়ে যেনো কোন ভাবেই মেনে নিতে পারবেন না সাংবাদিক কামাল মুন্না। ২ ভাই ও ৫ বোনের মধ্যে বাবা-মায়ের ৬ষ্ঠ সন্তান ছিলেন আল-আমিন।

আদরের সন্তানকে হারিয়ে তারাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজন ছাড়াও আল-আমিনের মৃত্যুর সংবাদ তার পরিচিত সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ