আজ, , ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





ছাতকে ৬ টি গরু চুরি, থানায় অভিযোগ

ছাতক প্রতিনিধি :: ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ঘাটপার গ্রামের প্রবাসী আব্দুল মালিকের ৬ টি গরু চুরি হয়েছে। রবিবার রাতে (১৭ সেপ্টেম্বর) গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোরেরা ঘরের মধ্যে শিকল দিয়ে বাঁধা ৪ টি গাভী শিকল কেটে নিয়ে যায়। শিকলে বাঁধা ছাড়া আরো ২ টি বাচ্চা গরু ও চোরেরা নিয়ে গেছে।

সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা দেখে পরিবারের লোকজন গোয়াল ঘরে গিয়ে দেখেন তাদের ৬ টি গরু চুরি হয়ে গেছে। পরিবারের পুরুষ লোক প্রবাসে থাকায় মহিলারা পাড়া ও গ্রামের লোকজনদের বিষয় অবহিত করেন।

৬টি চোরাই গরুর মুল্য অনুমামানিক সাড়ে তিন লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন গ্রামের হাফিজ আব্দুল আউয়াল।অনেক খোজাখুজি করে গরুগুলোর সন্ধান পাওয়া যাচ্ছেনা।

গরু চুরির ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঘাটপার গ্রামের প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী জুবেদা বেগম।

থানায় অভিযোগ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন
ছাতক থানার এস আই মোঃ মোখলেছুর রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ