আবদুর রহমান জামী:
নেছার আলম শামীম একজন সজ্জন ও পরোপকারী। এমন হাসিমুখের মানুষের দেখা খুব কমই মিলেছে দীর্ঘ জীবনে। মানুষ হিসেবে সজ্জন ও মিশুক ছিলেন। তার মধ্যে কোনো জটিলতা দেখিনি। এতো ভালো মানুষ, এতো বিনয় আর কারও মধ্যে দেখিনি।এটাই তার বড় পরিচয়। ৫ আগস্ট (শনিবার) স্বপরিবারে লন্ডন চলে গেলেন। সময় সল্পতার কারণে প্রিয়জনদের বলে যাওয়া হয়নি।
তার তার ফেইসবুক আইডিতে লিখেছেন….
আসসালামু আলাইকুম: প্রিয় বন্ধু-স্বজন সুধী-শুভাকাঙ্খী ও আমার প্রানপ্রিয় দরগাপাশা ইউনিয়নবাসী! জীবন জীবিকার তাগিদে কঠিন সময়ে স্বপরিবারে গত ০৫ আগস্ট (শনিবার) যুক্তরাজ্যে এসে পৌঁছেছি। নানা প্রতিকূল পরিবেশ ও প্রতিবন্ধকতা থাকা স্বত্বেও প্রিয় মাতৃভূমিতে মায়ের কোলে ছিলাম। শত কষ্টের মাঝেও প্রিয়জনদের পাশে ছিলাম, এটা ছিল বড় শান্তনা। তবুও পরিবেশ পরিস্থিতির কারণে আজ সূদুর প্রবাসে চলে আসতে বাধ্য হয়েছি। যদিও আরো আগে আমার যুক্তরাজ্য আসার কথা ছিল,কিন্তু আল্লাহর হুকুম না হওয়ায় আসতে দেরি হয়েছে। তবে এই সময়ে দেশে আমাকে নানা চড়াই উৎরাই পরিস্থিতির সম্মূখীন হতে হয়েছে। অবশেষে আমি সফল হয়েছি। স্বপ্নের ইউরোপ যুক্তরাজ্যে আসতে পেরেছি।সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে, পরিবেশ পরিস্থিতি অনুকুলে না থাকার কারণে অনেক প্রিয় ভাই, বন্ধু, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের বলে আসতে পারিনি।
বিশেষ করে আমার প্রাণপ্রিয় দরগাপাশা ইউনিয়নবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। সংগত কারনে আমার এই দুর্বলতা-অক্ষমতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আমি বিশ্বাস করি; স্থানের দুরত্ব বাড়লেও কারো প্রতি মনের দুরত্ব কমবেনা ইনশাআল্লাহ!
সবচেয়ে বড় কথা: জীবন থেকে পালিয়ে মুক্তি আসে না। আল্লাহপাকের লিখন খন্ডন করা মুশকিল। তবুও যত ঝড় আসুক না কেন,আমরা যেন সরল পথ থেকে বিচ্যুত না হই- স্বজ্ঞানে আমাদের কথা বা কাজের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। কারণ – একদিন মেঘের আড়াল থেকে সুর্য বেড়িয়ে আসবে, সব জানবে মানুষ। তখন যেন সত্যের দিকে মুখ তুলে তাকাতে আমার লজ্জা না হয়।
সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সত্য ও সুন্দরের পথে প্রবাস জীবন পরিচালনা করতে পারি। সকলের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। প্রবাস জীবনে সবাইকে খুব মিস করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবার মঙ্গল করুন।।আমাকে যেন সৎ পথে অটল থাকার তৌফিক দান করেন।
নেছার আলম শামীম: প্যানক্রাস, যুক্তরাজ্য: ৭ আগস্ট ২০২৩ইং