সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে- ছাতকে ৯দফা দাবিতে ব্যবসায়িদের স্মারকলিপি
- Update Time : ০৭:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ি সমিতির উদ্যোগে ৯দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে। বুধবার ২আগষ্ট বিকেলে সমিতির সভাপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছে এস্মারকলিপি প্রদান করা হয়। ৩আগষ্ট ছাতক উপজেলা নিরবাহি অফিসারের কাছে পৃথক আরেকটি স্মারকলিপি দেয়া হয়েছে। এসময় জেলা প্রশাসক ও উপজেলা নিরবাহি অফিসার ব্যবসায়িদের ৯টি দাবির সাথে একমত পোষণ করে গোবিন্দগঞ্জ, ধারণ ও জাউয়াবাজারের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। স্মারকলিপিতে গোবিন্দগঞ্জে গণশৌচাগার, বিশুদ্ধ পানির জন্যে গভীর নলকূপ স্থাপন, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক বাতি স্থাপন, হকার্স মার্কেট নির্মাণ, পুলিশ ফাঁড়ি স্থাপন, যানবাহনের পৃথক ষ্ঠ্যান্ড নির্মাণ ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও এডভোকেট আব্দুল মজিদ, এডভোকেট আব্দুল জালিল, এডভোকেট নাসিম কয়েস আজাদ, ব্যবসায়ি সমিটির সহ-সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, কুটির শিল্প সম্পাদক ফজল আহমদ, কৃষি সম্পাদক ইব্রাহিম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, ছাতক উপজেলা মানবাধিকারের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, অর্থ সম্পাদক মাস্টার রেজ্জাদ আহমদ, ডা. পীর মো. আবদুল হান্নান, ব্যবসায়ি সমিতির সচিব হাসান উদ্দিন, নির্বাহী সদস্য রায়হান আহমদ প্রমূখ।



























