ইসলামী যুব মজলিসের আত্মপ্রকাশ: ড. ফয়সাল আহবায়ক ও তুহিন সদস্য সচিব
- Update Time : ০৭:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইসলামী যুব মজলিস নামে একটি যুব সংগঠন আত্মপ্রকাশ করেছে। গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ, যুব সমাজের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গাইড লাইন প্রদান ও সর্বোপরি একটি কল্যানমূখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে এই সংগঠনের আত্মপ্রকাশ। আজ (১০ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এক যুব সমাবেশে এ সংগঠনের ঘোষণা দেন খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী। তিনি ড. মোস্তাফিজুর রহমান ফয়সালকে আহবায়ক ও তাওহীদুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করেন এবং মোনাজাত পরিচালনা করেন। আমীরে মজলিস তার বক্তব্যে বলেন- দেশে একটি আমূল পরিবর্তন আনতে এ যুব সংগঠন ভুমিকা রাখবে। যুবকরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ইসলামী যুব মজলিস এ দেশের যুবকদের একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল হবে ইনশাআল্লাহ। ড. মোস্তাফিজুর রহমান ফয়সালের সভাপতিত্বে ও তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলীল, সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ মুশাহিদ আলী চৌধুরী, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, আবদুর রাজ্জাক, মাওলানা আবদুল হক আমিনী, এডভোকেট শায়খুল ইসলাম, মাওলানা আহমদ সোহাইল, মাওলানা আজিজুল হক, আবুল হোসেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
আহবায়ক কমিটিঃ আহবায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সদস্য সচিব তাওহীদুল ইসলাম তুহিন, যুগ্ম-সচিব এডভোকেট মাওলানা মোঃ শায়খুল ইসলাম, মাওলানা সোহাইল আহমদ, সদস্য মাওলানা মনির হোসাইন, মহিউদ্দিন জামিল, মাওলানা আবুল হোসাইন, মুফতী শেখ শাব্বীর আহমাদ, মাওলানা ফরিদ উদ্দিন, মুহাম্মদ শাহীন, দেওয়ান তানজীল আহমদ, মাওলানা আজিজ উল্লাহ আহমদি, মাওলানা মুহাম্মাদ সালমান, মাওলানা আবু তাহের, মাওলানা জহিরুল ইসলাম। বিজ্ঞপ্তি
























