ছাতকে হাত-পা বেঁধে লুঠপাটে থানায় অভিযোগ
- Update Time : ১২:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জর ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে হামলা, ভাংচুর, লুঠপাট ও গবাদিপশু ছিনিয়ে নেয়ায় দু’ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। সোমবার মল্লিকপুর গ্রামের আব্দুল মোমিনের পুত্র কামাল হোসেন এঅভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের ছৈদ আহমদের পুত্র লোকমান মিয়া (৩৫) ও কাড়ইলগাঁও গ্রামের আবুল মিয়ার পুত্র দুলন মিয়া (৩৪) ৩০জুলাই বিকেল ৩টায় তার বসতবাড়িতে হামলা করে। কামাল হোসেনের জনৈক ভগ্নিপতির সাথে মামলার প্রধান আসামি ও তার ফুফুাতো ভাই লোকমানের সাথে টাকা-পয়সার লেনদেন ছিল। এনিয়ে ঘটনার দিন মল্লিকপুর গ্রামের পশ্চিমে হাওরের মধ্যে তার নতুন বাড়িতে লোকমান ও দুলন মিয়া মিলে স্ত্রী ও সন্তানদের উপর হামলা করে। এসময় কামাল হোসেন গাড়ি চালানোতে থাকায় স্ত্রী ও পুত্রের হাত-পা বেঁধে ঘরের শোকেস ভেঙ্গে নগদ ৫০হাজার টাকা, ৪ভরি ওজনের স্বর্নালংকার ও ৬০হাজার টাকা মূল্যের একটি গাভি নিয়ে পালিয়ে যায়। আশপাশে কোন বসতবাড়ি না থাকায় অনেক পরে লোকজন এসে বাঁধা অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করেন স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। পুলিশ লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করেছে।


























