আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৈয়বুর রহমান বাবুল সভাপতি ও আব্দুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সোমবার সমিতি ভবনে পাঁচটি পদে সরাসরি ভোট হয়। বাকি ১০টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইনজীবী মো. শামছুল হক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মোহাম্মদ মানিক ও মোহাম্মদ আমিরুল হক। ভোট গণনা শেষে রাত ৯টায় তাঁরা ফল ঘোষণা করেন।

জানা যায়, তৈয়বুর রহমান বাবুল ১৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী সৈয়দ শামসুল ইসলাম পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল হক পেয়েছেন ১২৭ ভোট এবং তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী মো. শেরে নূর আলী পেয়েছেন ১২০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল আলম ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী অশোক গোস্বামী পেয়েছেন ১৩২ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুল খালেক পেয়েছেন ১০৩ভোট। সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট খোরশেদ আলম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী জয়শ্রী দেব পেয়েছেন ১৪৩ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ সভাপতি পদে নানু মিয়া, গৌরাং পদ দাস। অর্থ সম্পাদক পদে নেছার আহমদ, পাঠাগার সম্পাদক পদে জিয়াউর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে সাদিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে জয়নাল আবেদীন, বিমান কান্তি দাস, আফিজ মিয়া ও শাহীনুর রহমান শাহীন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মোহাম্মদ মানিক ও মোহাম্মদ আমিরুল হক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ