০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিপদে বন্ধুর পরিচয়

  • Update Time : ১২:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ

 

বিপদে বন্ধুর পরিচয়,
নিশ্চয়ই এক দিন জয় হয়।

বন্ধুর বিপদে বাঁশ ঢুকালে কি হয়?
সে বাঁশ নিজের দিকে দাবিত হয়।

বন্ধুর চেয়ে আপন কেহ নয়,
যদি বন্ধু বন্ধুর মত হয়।

বন্ধু কেমনে বুঝবো যদি উঠা বসা না হয়,
বিপদে পড়লে মিলে আসল পরিচয়।

বিপদে স্বার্থহীন বন্ধুর নেই কোন ভয়,
সে সময় দেখবে স্বার্থপর বন্ধুর ছয় নয়।

স্বার্থপর বন্ধুর কষ্ট সইতে হয়,
সে কোন কালে শান্তি নয়।

স্বার্থহীন বন্ধু শান্ত প্রিয় হয়,
স্বার্থপর বন্ধু অনুশোচনায় ভুগতে হয়।

লেখকঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিপদে বন্ধুর পরিচয়

Update Time : ১২:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ

 

বিপদে বন্ধুর পরিচয়,
নিশ্চয়ই এক দিন জয় হয়।

বন্ধুর বিপদে বাঁশ ঢুকালে কি হয়?
সে বাঁশ নিজের দিকে দাবিত হয়।

বন্ধুর চেয়ে আপন কেহ নয়,
যদি বন্ধু বন্ধুর মত হয়।

বন্ধু কেমনে বুঝবো যদি উঠা বসা না হয়,
বিপদে পড়লে মিলে আসল পরিচয়।

বিপদে স্বার্থহীন বন্ধুর নেই কোন ভয়,
সে সময় দেখবে স্বার্থপর বন্ধুর ছয় নয়।

স্বার্থপর বন্ধুর কষ্ট সইতে হয়,
সে কোন কালে শান্তি নয়।

স্বার্থহীন বন্ধু শান্ত প্রিয় হয়,
স্বার্থপর বন্ধু অনুশোচনায় ভুগতে হয়।

লেখকঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ