দরগাপাশায় যুবদল নেতা মোহাম্মদ আলীকে বিদায়ী সংবর্ধনা
- Update Time : ০২:৫১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দক্ষিণ সুনামগঞ্জ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলমের বিদেশ গমন উপলক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের আক্তাপাড়া (মিনা বাজার) বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শফিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, ‘অবৈধ নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতার মসনদে বসেছে। গণতন্ত্রের কবর রচনা করে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষের রাজনীতি করি, জাতীয়তাবাদের রাজনীতি করি, জিয়ার আদর্শের রাজনীতি করি- তারা সকলে মিলে এই স্বৈরাচারী সরকারকে হঠিয়ে জণগনের সরকার প্রতিষ্ঠা করবো। এর জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। সুনামগঞ্জ জেলা আজ ঐক্যবদ্ধ। আমরাও ঐক্যবদ্ধ। অচিরেই সরকার পতনের ডাক আসবে। মোহাম্মদ আলী চৌধুরী বিদেশ গমন উপলক্ষে তিনি বলেন, আজ আমাদের কাছ থেকে একজন সক্রিয় যোদ্ধা প্রবাসে চলে যাচ্ছেন আরো উন্নত জীবনের খুঁজে। আমরা তার জন্য দোয়া করি, সে যেনো সুস্থ্য থাকে এবং দীর্ঘায়ু হয়। তার প্রতি অনুরোধ বিদেশে গিয়েও যেনো নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখেন। বিএনপির কমিউনিটির সাথে যোগ দেন।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. সোহেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি মুরাদ আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা ফরিদ গাজী, উপজেলা বিএনপি নেতা জগলু আহমেদ, ইউনিয়ন যুবদল নেতা মাসিক আলী, উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, খালেদ আহমদ ও বিদায়ী যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম। বক্তব্যের সময় শাহ আলম আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদল নেতা সিজিল আহমদ, আবদুল তাহিদ, বদরুল খান, ছাত্রদল নেতা সারোয়ার ইসলাম, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, কবির আহমদ, বিশ্বজিৎ দে, ছয়ফুল ইসলাম, দরগাপাশা ইউপি যুবদল নেতা রুবেল মিয়া, লেচন মিয় ও ছদরুল ইসলাম প্রমূখ।



























