১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাজে কর্মে জীবন বদলাই

  • Update Time : ১১:০১:১১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
অহংকার করার কিছু নাই,
এ জগতে কেহ থাকব না ভাই,
এ জগৎ ছেড়ে কি নিয়া যাই?
ভাবিয়া কিছু নাহি পাই,
আল্লাহর হুকুম পালন ছাড়া শান্তি নাই।

কাজে কর্মে জীবন বদলাই,
আখেরাতের ছামানা জোগাড় করি ভাই।

কারও হক না করি নষ্ট ভাবি তাই,
কাউকে আঘাত না দিয়ে জীবন চালাই।

মানুষের হক মানুষই মাফ করতে হবে ভাই,
মানুষের হক আল্লাহ মাফ করবেন না তাই,
যার হক সে মাফ করতে হবে ভাই,
এ ছাড়া সব মাফ করার ক্ষমতা আল্লাহ রাখেন সাই।

আল্লাহর সাথে কিছু শরীক করলে ঈমান থাকেনা ভাই,
আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি তাই,
এ ছাড়া আল্লাহর হুকুম মত চলতে পারিনা এটা ভিন্ন কথা ভাই।

আল্লাহর হক ও মানুষের হকের মাঝে প্রার্থক্য রয়েছে ভাই,
আল্লাহ যেন হক বুঝার তৌফিক দেন তাই।

মানুষের সেবা করতে পারি না তাতে বেশী কষ্ট পাই,
স্বার্থের জন্য কাউকে আঘাত না করি প্রতিজ্ঞা করি ভাই,
এ জন্য আল্লাহর কাছ থেকে পুরুষ্কার পাবো সবাই।

 

সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কাজে কর্মে জীবন বদলাই

Update Time : ১১:০১:১১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
অহংকার করার কিছু নাই,
এ জগতে কেহ থাকব না ভাই,
এ জগৎ ছেড়ে কি নিয়া যাই?
ভাবিয়া কিছু নাহি পাই,
আল্লাহর হুকুম পালন ছাড়া শান্তি নাই।

কাজে কর্মে জীবন বদলাই,
আখেরাতের ছামানা জোগাড় করি ভাই।

কারও হক না করি নষ্ট ভাবি তাই,
কাউকে আঘাত না দিয়ে জীবন চালাই।

মানুষের হক মানুষই মাফ করতে হবে ভাই,
মানুষের হক আল্লাহ মাফ করবেন না তাই,
যার হক সে মাফ করতে হবে ভাই,
এ ছাড়া সব মাফ করার ক্ষমতা আল্লাহ রাখেন সাই।

আল্লাহর সাথে কিছু শরীক করলে ঈমান থাকেনা ভাই,
আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি তাই,
এ ছাড়া আল্লাহর হুকুম মত চলতে পারিনা এটা ভিন্ন কথা ভাই।

আল্লাহর হক ও মানুষের হকের মাঝে প্রার্থক্য রয়েছে ভাই,
আল্লাহ যেন হক বুঝার তৌফিক দেন তাই।

মানুষের সেবা করতে পারি না তাতে বেশী কষ্ট পাই,
স্বার্থের জন্য কাউকে আঘাত না করি প্রতিজ্ঞা করি ভাই,
এ জন্য আল্লাহর কাছ থেকে পুরুষ্কার পাবো সবাই।

 

সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ