০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেশ : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ১২:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

উপদেশ দেওয়া যায় যা নিজের মাঝে দৃশ্যমান,
আর নিজের মাঝে যা রয়েছে বিদ্যমান।

উপদেশ দেওয়া জীবনে কল্যাণের আলো,
নিজের মাঝে ভালো কাজের উপদেশ থাকা ভালো।

কোরআনুল কারিমে বর্ণনা তোমরা যা কর না, অন্যকে তা বল না।

কাউকে ভালো কাজের আদেশ বা উপদেশ দিলে আগে নিজে যথাযথভাবে করতে হয়, এটিই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ও সুন্নাতময়।

মুমিন মুসলমানসহ সব মানুষের কর্তব্য, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ হবে তার বক্তব্য।

ভালো কাজের আদেশ বা উপদেশ দেওয়ার আগে নিজের মাঝে আমল করা, তারপর অন্যকে ভালো এবং কল্যাণের পথে চলার জন্য আদেশ বা উপদেশ দেওয়া আবশ্যক মনে করা।

ইসলাম কখনোই কোনো প্রকার বিভক্তি, বিভেদ ও অনৈক্যের অনুমতি দেয় না, ইসলামের মৌলিক আহ্বান হচ্ছে একত্বের বলিষ্ঠ ঘোষণা।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

উপদেশ : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ১২:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

উপদেশ দেওয়া যায় যা নিজের মাঝে দৃশ্যমান,
আর নিজের মাঝে যা রয়েছে বিদ্যমান।

উপদেশ দেওয়া জীবনে কল্যাণের আলো,
নিজের মাঝে ভালো কাজের উপদেশ থাকা ভালো।

কোরআনুল কারিমে বর্ণনা তোমরা যা কর না, অন্যকে তা বল না।

কাউকে ভালো কাজের আদেশ বা উপদেশ দিলে আগে নিজে যথাযথভাবে করতে হয়, এটিই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ও সুন্নাতময়।

মুমিন মুসলমানসহ সব মানুষের কর্তব্য, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ হবে তার বক্তব্য।

ভালো কাজের আদেশ বা উপদেশ দেওয়ার আগে নিজের মাঝে আমল করা, তারপর অন্যকে ভালো এবং কল্যাণের পথে চলার জন্য আদেশ বা উপদেশ দেওয়া আবশ্যক মনে করা।

ইসলাম কখনোই কোনো প্রকার বিভক্তি, বিভেদ ও অনৈক্যের অনুমতি দেয় না, ইসলামের মৌলিক আহ্বান হচ্ছে একত্বের বলিষ্ঠ ঘোষণা।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ