০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাগুরু : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ০৪:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

শিক্ষাগুরু হলেন মানুষ গড়ার কারিগর,
শিক্ষাগুরু শ্রদ্ধার পাত্র মন থেকে সম্মান কর।

শিক্ষা অন্ধকার থেকে আলোকিত করে,
অমানুষ হয় সে, যে শিক্ষা গুরুর সাথে বেয়াদবী করে।

মানুষ হতে পেতে হয় শিক্ষাগুরুর চরণ,
মন থেকে শ্রদ্ধা করে শিক্ষাগুরুকে করতে হয় বরণ।

শিক্ষাগুরুর শাসনে জীবন হয় সুন্দর আলোকিত ভূবন,
অমানুষ হয় সে, যে শাসনকে করে বারণ।

শিক্ষাগুরু শিষ্যের সম্পর্কটা বেশ নিবিড় হয়,
গুরু শিষ্যের প্রতি ভালোবাসা এবং গুরুর প্রতি শিষ্যের শ্রদ্ধাভক্তি যখয় রয়।

একজন মা তার সন্তানকে যেভাবে আগলে রাখেন,
ঠিক তেমনিভাবে শিক্ষাগুরুও তার শিষ্যকে আগলে রাখেন।

আল্লাহর দয়ায় পিতা-মাতা আমাদের জীবনদান করেন,
শিক্ষাগুরুরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রানান্তকর চেষ্টা করেন।

পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে, তার মধ্যে মহান পেশা,
শিক্ষকতা সর্বোচ্চ সম্মানিত পেশা।

শিক্ষাগুরুরা প্রদীপের মতো নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দান করেন,
শিক্ষাগুরু অমর, বেঁচে থাকেন শিষ্যের আদর্শের মাধ্যমে,
শিক্ষাগুরুরা জীবনের সর্বক্ষেত্রে জ্ঞানের আলো ছড়িয়ে দেন।

শিক্ষাগুরুর সর্বক্ষেত্রে মর্যাদা হউক অসীম,
শিক্ষা-ছাত্র-শিক্ষাগুরু এই তিন মিলে তৈরী হউক জাতির ভবিষ্যৎ কাণ্ডারী।

 

লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিক্ষাগুরু : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ০৪:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

শিক্ষাগুরু হলেন মানুষ গড়ার কারিগর,
শিক্ষাগুরু শ্রদ্ধার পাত্র মন থেকে সম্মান কর।

শিক্ষা অন্ধকার থেকে আলোকিত করে,
অমানুষ হয় সে, যে শিক্ষা গুরুর সাথে বেয়াদবী করে।

মানুষ হতে পেতে হয় শিক্ষাগুরুর চরণ,
মন থেকে শ্রদ্ধা করে শিক্ষাগুরুকে করতে হয় বরণ।

শিক্ষাগুরুর শাসনে জীবন হয় সুন্দর আলোকিত ভূবন,
অমানুষ হয় সে, যে শাসনকে করে বারণ।

শিক্ষাগুরু শিষ্যের সম্পর্কটা বেশ নিবিড় হয়,
গুরু শিষ্যের প্রতি ভালোবাসা এবং গুরুর প্রতি শিষ্যের শ্রদ্ধাভক্তি যখয় রয়।

একজন মা তার সন্তানকে যেভাবে আগলে রাখেন,
ঠিক তেমনিভাবে শিক্ষাগুরুও তার শিষ্যকে আগলে রাখেন।

আল্লাহর দয়ায় পিতা-মাতা আমাদের জীবনদান করেন,
শিক্ষাগুরুরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রানান্তকর চেষ্টা করেন।

পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে, তার মধ্যে মহান পেশা,
শিক্ষকতা সর্বোচ্চ সম্মানিত পেশা।

শিক্ষাগুরুরা প্রদীপের মতো নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দান করেন,
শিক্ষাগুরু অমর, বেঁচে থাকেন শিষ্যের আদর্শের মাধ্যমে,
শিক্ষাগুরুরা জীবনের সর্বক্ষেত্রে জ্ঞানের আলো ছড়িয়ে দেন।

শিক্ষাগুরুর সর্বক্ষেত্রে মর্যাদা হউক অসীম,
শিক্ষা-ছাত্র-শিক্ষাগুরু এই তিন মিলে তৈরী হউক জাতির ভবিষ্যৎ কাণ্ডারী।

 

লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ