ব্রিটেনে বন্দুকধারীর হাতে জিম্মি পরিবার, চলছে অভিযান
- Update Time : ০৭:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যামে একটি বাড়িতে দুই শিশুসহ এক মহিলাকে জিম্মি করে রেখেছে বন্দুকধারী। সশস্ত্র পুলিশ বাড়ির আশপাশ ঘিরে রেখেছে। প্রায় ৫০ মিটার এলাকা কর্ডন করে রেখেছে পুলিশ। পাশের প্রায় ২শ’ বাড়িঘর খালি করা হয়েছে। বন্দুকধারীর সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারী বাড়ির গ্যাস লাইন কেটে ফেলেছে।
পুলিশ জানিয়েছে, ওল্ডহামের পাম্বারটন ওয়ের শো এলাকার একটি বাড়ি থেকে সোমবার দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটের দিকে পুলিশ ডাকা হয়। স্থানীয় এক অধিবাসী জানিয়েছেন, রাত প্রায় ৩টার দিকে পাশের একটি বাড়িতে উচ্চস্বরে তর্কবিতর্ক শুনেছেন তিনি। এর কয়েক ঘণ্টা পরে পুলিশ গিয়ে ওই বাড়ির আশপাশের প্রায় ২শ’ বাড়ি খালি করে। উপস্থিত রাখা হয়েছে ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরী সার্ভিস। গ্যাস বিভাগের মানুষও সেখানে উপস্থিত আছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জিম্মিদশা থেকে দুই শিশু মুক্তি পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো ।তবে কি কারণে এবং কেন জিম্মি করা হয়েছে সে ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। জিম্মি দুই নারীর ছবিও প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।




























