দক্ষিন সুনামগঞ্জ উপজেলা তৃনমূল আওয়ামীলীগের কর্মীসভা সম্পন্ন
- Update Time : ১২:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জের ঐতিহ্য বাহী পাগলা বাজারে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই তৃনমুল কর্মীসভা সম্পন্ন করেছে দক্ষিন সুনামগঞ্জ আওয়ামীলীগ। সোমবার বিকাল ৪ টায় আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ দক্ষিন সুনামগঞ্জ কে সুসংগঠিত করতে এই তৃনমুল কর্মী সভা করেন তারা। দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজি আব্দুল হেকিমের সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা এবং পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজাদ হুসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর থানা আওয়ামীলীগ সভাপতি, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম। তিনি তার বক্তব্যে বলেন, আমি কারো খাইনা, কারো পরিনা, নিজের খাই নিজের পড়ি, ভালবাসি দেশ, মাটি, মানুষ, ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে,জননেত্রী শেখ হাসিনাকে আর আমার রাজনীতির অভিভাবক প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ কে। আমরা যারা তৃনমুল আওয়ামীলীগ করি জননেত্রী বলেছেন আমরা যেন সুসংগঠিত থাকি, আমি চাই আমরা সবাই একত্রিত থাকতে। বর্তমান মাননীয় মন্ত্রী তৃনমুল থেকে অনেক দূরে সরে গেছেন, আপনাদের কথায় আমি অনেক চেষ্টা করেছি যাতে উনি তৃনমুল কে সাথে নিয়ে থাকেন, কিন্তু উনি উনার চারপাশ থাকা নব্য আওয়ামীলীগার হাইব্রিড, কাউয়াদের ছেড়ে তৃনমুল কে নিয়ে থাকতে চাননা। আর সেই জন্যই আজ আপনাদের মত তৃনমুল কর্মী মুল্যায়ন পাচ্ছেন না। আমি চাই আমার নেত্রীর নির্দেশ অনুযায়ী আপনাদের কে নিয়ে সুসংগঠিত থাকতে, এবং আপনাদের মনের কথা নেত্রীর কাছে তুলে ধরতে, তাই আগামী সংসদ নির্বাচনে আমি নেত্রীর নিকট প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান,জগলুল হায়দার, তিনি বলেন আমি সভাপতি কিন্তু ইউনিয়নে সরকারের কতকিছু আসে কিন্তু আমি কিছুই জানিনা, আর আমাকে নৌকা প্রতিক দিয়েছিলে মাননীয় নেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের মন্ত্রী সাহেব আমাকে ফেইল করানোর জন্য কতকিছু যতেস্ট অবদান রেখেছেন তা আপনারা আমার চেয়ে ভাল জানেন। পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর তার বক্তৃতায় বলেন আমরা তৃনমুল আওয়ামীলীগ এই মন্ত্রী মহোদয় কে চাইনা, যিনি কাউয়া মুরগী সাথে রেখে আমাদের অপমান করেন, আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি অনোরোধ করছি আমরা পরিবর্তন চাই। আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা,পুর্বপাগলা আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুস, উপজেলা আওয়ামীলীগ নেতা এনামুল কবির,স্বেচ্ছা সেবকলীগ নেতা মজিদুর রহমান, আব্দুল তাহিদ, রুকন মিয়া, ও জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমদ সোহান,উপজেলা ছাত্রলীগ নেতা অসীম পাল, রাজন হুসেন, মাজেদ, শাহিন মিয়া, জেরিন, আনোয়ার, অপু পাল, রিমু, জাবদাল, খোকন ও জানে আলম প্রমুখ।
কর্মীসভা শেষে তৃনমুল কর্মীরা হাজি আবুল কালাম কে আগামী সংসদ নির্বাচনে দেখতে চাই স্লোগান দিয়ে মিছিলের মাধ্যমে পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে এসে সমাপ্তি করেন।




























