স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য সেতুটি প্রয়াত জাতীয় নেতা, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের একাধিকবারের নির্বাচিত সাংসদ আব্দুস সামাদ আজাদের নামে নামকরণের দাবি উঠেছে। আগামী ১৪ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বহুল কাক্সিক্ষত সেতুটির কার্যক্রম শুরু হওয়ায় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে রাজধানী ঢাকার সঙ্গে সুনামগঞ্জ জেলার প্রায় আড়াই ঘণ্টার দূরত্ব কমে আসবে। এদিকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে আব্দুস সামাদ আজাদের নামে সেতুটি নামকরণের জন্য দাবি উঠেছে স্থানীয় পর্যায় থেকে।
জানা গেছে, আওয়ামী লীগ ’৯৬ সনে ক্ষমতায় আসলে আব্দুস সামাদ আজাদ জগন্নাথপুর আউশকান্দি (বর্তমানে আব্দুস সামাদ আজাদ সড়ক) নির্মাণে হাত দেন। তার সময়ে বেশ কিছু কাজও বাস্তবায়ন হয়। ২০০১ সালে চারদলীয় জোট সরকার এই সড়কটি প্রকল্প থেকে বাদ দেয়। এর ব্যাখ্যায় তৎকালীন অর্থমন্ত্রী জানিয়েছিলেন সুনামগঞ্জবাসীর রাজধানী ঢাকার সঙ্গে বিকল্প রাস্তার প্রয়োজন নেই। সুনামগঞ্জবাসী সিলেট হয়েই ঢাকায় যাতায়াত করার সুযোগ রয়েছে। যার ফলে বহুল কাক্সিক্ষত এই রাস্তার কাজ বন্ধ করে দেয় চারদলীয় জোট সরকার। ২০০৮ সালে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসলে এমপি এমএ মান্নান প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের ‘সবুজ পাতায়’ নিয়ে আসেন প্রকল্পটি। ফলে পুরোদমে কাজ শুরু হয়। ফের প্রকল্পভুক্ত হয়ে রাস্তার কাজ শুরু হয়ে শেষও হয়েছে। পরবর্তীতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এই নদীতে সেতু নির্মাণে উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় একনেকে প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১৪ জানুয়ারি সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করবেন।
উদ্বোধনের খবরে সেতুটির নামকরণ নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে। আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী নির্মিতব্য সেতুটি জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের নামে নামকরণের দাবি জানিয়েছেন। তারা জানান, অন্যান্য নেতা যখন জীবদ্দশায় নিজের নামে নানা স্থাপনা নির্মাণে ব্যস্ত থাকেন আব্দুস সামাদ আজাদ তখন নামকরণের এই সংস্কৃতি থেকে দূরে ছিলেন। ওই এলাকার অবকাঠামোগত উন্নয়ন তার হাত ধরে শুরু হলেও কোন কিছুই তিনি নিজের নামে করেননি। তাই এই গুরুত্বপূর্ণ সেতুটি তার নামে নামকরণের দাবি জানান তারা।
এদিকে স্থানীয় নেতাকর্মীদের এই দাবির প্রতি সংহতি জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও নবনির্বাচিত সুনামগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আব্দুস সামাদ আজাদ কেবল আওয়ামী লীগের অভিভাবকই ছিলেন না, জাতীয় ও স্থানীয় উন্নয়নে তার বিরাট ভূমিকা ছিল। তার হাতধরে বাংলাদেশ বহির্বিশ্বে পরিচিতি পেয়েছে এবং আন্তর্জাতিক উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছিল। তার জন্মএলাকায় কুশিয়ারা নদীতে যে সেতু নির্মিত হতে যাচ্ছে স্থানীয় জনদাবির প্রতি আমিও সেতুটি আমাদের প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের নামে নামকরণে সংহতি জানাই। প্রয়োজনে আমি এজন্য আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল ও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও কথা বলব।
১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রানীগঞ্জে কুশিয়ারায় নির্মিতব্য সেতু আব্দুস সামাদ আজাদের নামে নামকরণের দাবি
- Update Time : ১২:৪০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে


























