রাসুলুল্লাহর (সঃ) বিবাহের সাথে কারো তুলনা ধৃষ্টতা : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আম্মাজান হযরত আয়েশার (রাঃ) সাথে রাসুলুল্লাহ’র (সঃ) বিবাহের প্রস্তাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দুত ছিলেন হযরত জিব্রাইল আমিন (আঃ)। প্রিয়নবীর বিবাহের সাথে দুনিয়ার কারো বিবাহের তুলনা করা চরম ধৃষ্টতা।
রাসুলুল্লাহ (সঃ) এর বিবাহ বিশেষভাবে নির্দেশিত। অন্য কোন মানুষের সাথে সামঞ্জস্য খোঁজা চরম বোকামি। কেননা,
& আল্লাহ নবীজিকে দশের অধিক বিবাহের সুযোগ দিয়েছেন। আর কারও সে সু্যোগ নেই।
& নবীজির ইন্তেকালের পর হুজুর (সঃ) এর সম্মানিত স্ত্রী গনের বিবাহ হারাম। এটার অন্যতম একটি কারণ প্রিয় নবী (সঃ) কবরে জিবিত থাকা।
& প্রিয়নবীর (সঃ) স্ত্রীগণ উম্মাহর মাতা। এমন মর্যাদা পৃথিবীর আর কোন মহিলার নেই।
নাস্তিকদের সাথে বিতর্কে যুক্তির নিরিখে অন্যান্য খ্যাতিমানদের বিবাহের বিষয়টি তুলে ধরা ভিন্ন বিষয়। সাধারণভাবে অন্যান্য খ্যাতিমান মানুষের সাথে প্রিয় নবীজির বিবাহের তুলনা করে লেখালেখি করা বা আলোচনা করা নবীজির শানের বিপরীত। বিরত থাকা জরুরী। আল্লাহ সুমতি দিন।




























