দোআ কবুল ও আমাদের দায়িত্ব- শাব্বীর বিন ইসহাক
- Update Time : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আমরা মুসলমান। আমাদের যাবতীয় সুখ,
দুঃখ,আনন্দ, বেদনা, সমস্যা সব বিষয়েই
আমাদের প্রতিপালক মহান আল্লাহর
দিকে রুজু হই।
দোয়া করি। দোয়া চাই।চোখের পানি
ফেলে কাকুতি মিনতি করি।
বিভিন্ন সময়ে যখন আমরা অত্যাচারিত হই
তখন, অত্যাচারীর জন্য হিদায়াত বা
ধ্বংসের দোয়া করি।
আমাদের দোয়া কখন কবুল হবে,
আর কখন কবুল হবেনা সে ব্যাপারে
হাদীসের ষ্পষ্ট নির্দেশনা হচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন,
লোকেরা যখন সৎকাজের আদেশ দেওয়া ও
অসৎকাজ থেকে বাধা দেওয়া ছেড়ে দিবে
তখন, দোয়া করা হবে কিন্তু সেই দোয়া
আল্লাহ কবুল করবেননা।
এই নির্দেশনা যদি আমরা সামনে রাখি,
তাহলে কি আমরা আমাদের দোয়া কবুল না
হওয়ার ব্যাপারে নুন্যতম কোনো অভিযোগ
করতে পারি?
হ্যাঁ! এর জন্য আমরা দোয়া করা ছেড়ে
দিবনা বরং এই দোয়া করব যে,
হে আল্লাহ!
আমাদেরকে ইসলাম কর্তৃক নির্ধারিত
বিধানাবলী যথাযথ পালন করার তাওফীক
দান করুন!
আল্লাহ আমাদের সকলকে বুঝার ও আমল
করার তাওফীক দান করুক!
লেখক
শাব্বীর আহমাদ
সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
নারায়ণগঞ্জ মহানগরী শাখা, ঢাকা।


























