০২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পানি সীমা অতিক্রম করলে বন্যা হয় : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৩:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

পানি সীমা অতিক্রম করলে বন্যা হয়।

মানুষ সীমা অতিক্রম করলে ‘শয়তান” হয়।

খুনসুটি সীমা অতিক্রম করলে “ফাইজলামি” হয়।

কিপটে সীমা অতিক্রম করলে “কারুন” হয়।

জালেম সীমা অতিক্রম করলে “ফেরাউন” হয়।

ফেরাউনের শেষ পরিণতি সাগরে নিমজ্জিত।

মুসারা কিন্তু যুগে যুগে উজ্জীবিত।

 

মানুষ কুটকৌশলে সীমা অতিক্রম করলে “আবুজাহাল”হয়।

জুলুম সহে সত্যের উপর অবিচল থাকলে “বেলাল” হয়।

আবুজাহাল কিয়ামত অবধি ধিকৃত।

বেলাল সমাদৃত।

 

অন্ধকার যত সীমা লঙ্ঘন করে।

ভোর ততবেশি ক্ষিপ্র হয়।

এশা থেকে ফজর বেশি দূরে নয়।

অতন্দ্র প্রহরী হও।

 

হতাশা নয়।

 

একটি সোনালী ভোরের অপেক্ষায়।

হে আল্লাহ ত্বরান্বিত কর।

লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পানি সীমা অতিক্রম করলে বন্যা হয় : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৩:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

পানি সীমা অতিক্রম করলে বন্যা হয়।

মানুষ সীমা অতিক্রম করলে ‘শয়তান” হয়।

খুনসুটি সীমা অতিক্রম করলে “ফাইজলামি” হয়।

কিপটে সীমা অতিক্রম করলে “কারুন” হয়।

জালেম সীমা অতিক্রম করলে “ফেরাউন” হয়।

ফেরাউনের শেষ পরিণতি সাগরে নিমজ্জিত।

মুসারা কিন্তু যুগে যুগে উজ্জীবিত।

 

মানুষ কুটকৌশলে সীমা অতিক্রম করলে “আবুজাহাল”হয়।

জুলুম সহে সত্যের উপর অবিচল থাকলে “বেলাল” হয়।

আবুজাহাল কিয়ামত অবধি ধিকৃত।

বেলাল সমাদৃত।

 

অন্ধকার যত সীমা লঙ্ঘন করে।

ভোর ততবেশি ক্ষিপ্র হয়।

এশা থেকে ফজর বেশি দূরে নয়।

অতন্দ্র প্রহরী হও।

 

হতাশা নয়।

 

একটি সোনালী ভোরের অপেক্ষায়।

হে আল্লাহ ত্বরান্বিত কর।

লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ