ছাতকে কালারুকা ইউনিয়ন (পশ্চিম) খেলাফত মজলিসের কমিটি গঠন
- Update Time : ১২:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক :: সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়ন (পশ্চিম) খেলাফত মজলিসের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হাসনাবাদ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সদরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফরিদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর শাখার সেক্রেটারী ফারুক আহমদ, খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আরব আলী, আব্দুল হাসিম, আইস আলী। উপস্থিত ছিলেন, খেলাফত মজলি নেতা হাজি সাইফুল ইসলাম, আছদ্দর আলী, জসিম উদ্দিন, মাসুক আহমদ, আব্দুস শহিদ, খালেদ আহমদ প্রমূখ। সভাশেষে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল হককে সভাপতি ও সদরুল আমিনকে সেক্রেটারী করে কালারুকা ইউনিয়ন (পশ্চিম) খেলাফত মজলিসের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।




























