০২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমকালীন ছড়া : মৌঃ মোঃ আব্দুল তাহিদ

  • Update Time : ০১:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

দ্রব্য মূল্য যেন এক পাগলা ঘোড়া
আকাশ পথে দিচ্ছে উড়া,
ধরবে কে তার লাগাম টেনে
উড়ছে ঘোড়া আপন মনে।

 

কোন সুদুরে যাবে সে,
উড়ছে ঘোড়া বাতাসে
থাকায় না সে পিছন ফিরে
উঠছে শুধু আকাশে।

 

খাদ্য দ্রব্য, তেলের দামে
দিনমজুরের মাথায় হাত,
এসব নিয়ে বিষম চিন্তায়
ঘুম আসেনা দিন কি রাত।

 

পেঁয়াজ, রসুনে চমক দেখায়
লাগছে আগুন বেগুনে,
সব্জির বাজারে গরম হাওয়া
চাল, ডালের খবর কে জানে।

 

চাষীদের কেল্লা ফতে
চোখ উঠেছে কপালে,
দিনের বেলা আধাঁর দেখে
পথ চলে মশালে।

 

টাকা ওয়ালা মনের সুখে
বসে থাকে কুরসিতে,
খেয়ে ধেয়ে দিব্যি হাসে
কুশল জানায় ফার্সিতে।

 

কবি: সাংবাদিক ও কলামিস্ট, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সমকালীন ছড়া : মৌঃ মোঃ আব্দুল তাহিদ

Update Time : ০১:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

দ্রব্য মূল্য যেন এক পাগলা ঘোড়া
আকাশ পথে দিচ্ছে উড়া,
ধরবে কে তার লাগাম টেনে
উড়ছে ঘোড়া আপন মনে।

 

কোন সুদুরে যাবে সে,
উড়ছে ঘোড়া বাতাসে
থাকায় না সে পিছন ফিরে
উঠছে শুধু আকাশে।

 

খাদ্য দ্রব্য, তেলের দামে
দিনমজুরের মাথায় হাত,
এসব নিয়ে বিষম চিন্তায়
ঘুম আসেনা দিন কি রাত।

 

পেঁয়াজ, রসুনে চমক দেখায়
লাগছে আগুন বেগুনে,
সব্জির বাজারে গরম হাওয়া
চাল, ডালের খবর কে জানে।

 

চাষীদের কেল্লা ফতে
চোখ উঠেছে কপালে,
দিনের বেলা আধাঁর দেখে
পথ চলে মশালে।

 

টাকা ওয়ালা মনের সুখে
বসে থাকে কুরসিতে,
খেয়ে ধেয়ে দিব্যি হাসে
কুশল জানায় ফার্সিতে।

 

কবি: সাংবাদিক ও কলামিস্ট, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ