প্রবাসের কলামঃ রমজান মোবারক : দীন মোহাম্মদ আরজুমন্দ আলী
- Update Time : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
বিষয়ঃ ইসলামের দৃষ্টিতে ব্যাবসা বাণিজ্য। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার, যিনি আমাদেরকে কোরআন হাদিসের আলোকে জীবন যাপনের তৌফিক দিয়েছেন। ফার্সি শব্দ রোজার অর্থ হচ্ছে ‘ সওম ‘ বহু বচনে সিয়াম, ‘ সওম ‘ বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। আর সিয়াম সাধনার অর্থ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার, পাপাচার, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা।
ইসলামের ৫ টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে রমজান মাসের রোজা, সুরা বাকারার ১৮৫ নং আয়াত দ্বারা দ্বিতীয় হিজরীতে রোজা উম্মতের উপর ফরজ করা হয়েছে। তাই রমজানের রোজাকে কেউ যদি অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। হাদীসে আছে, তোমরা ক্রেতাকে ধোঁকা দেওয়ার লক্ষ্যে ক্রেতার মূল্যের মূল্য বৃদ্ধির করে ক্রেতাকে ধোঁকা দিওনা। বোখারী, মুসলিম, হা ১৫৮১। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ৩ শ্রেনির লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না ও তাদের প্রতি দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য যন্তনা দায়ক শাস্তি থাকবে। আবু হুরায়রা বলেন, হে রাসূল; কারা নিরাশ ও ক্ষতিগ্রস্ত? উওরে তিনি বলেন।
* টাখনুর নিছে কাপড় পরিধান কারী। * উপকার করে খোটা প্রধান কারী। * ঐ সমস্ত ব্যাবসায়ী যিনি মিথ্যা শফত করে তার পন্য বিক্রি করে। মুসলিম হা ১০৫,মিশকাত হা ২৭৯৫। সম্মানিত পাঠক-পাঠিকা, মোসলমান ভাইদের অবগতির জন্য শেয়ার ও মন্তব্য করুন। লেখক: কবি ও গবেষক, জগন্নাথপুর, সুনামগঞ্জ।



























