সিলেট-২ আসনে প্রার্থীতা ঘোষণা ইলিয়াস পত্নী লুনার
- Update Time : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করলে এবং চেয়াপার্সন মনোনয়ন দিলে সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনে এমপি প্রার্থী হবেন এই আসনের সাবেক ও নিখোঁজ এমপি এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। লন্ডনে স্থানীয় এক টিভির সঙ্গে স্বাক্ষাতকারে এই কথা জানান লুনা ইলিয়াস।
বড় ছেলের গ্র্যাজুয়েশনে অনুষ্ঠানে যোগ দিতে বর্তমান লন্ডনে অবস্থান করছেন তিনি। লন্ডনে এক আত্মীয়ের বাসায় উঠেছেন এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা ইলিয়াস পত্নী। ছেলে গ্র্যাজুয়েট হলেও পুরো পরিবারে যেনো কোনো আনন্দ-উত্তাপ নেই। একমাত্র মেয়েটি সেই দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় প্রিয় বাবাকে হারিয়েছে। এখন পড়ছে সপ্তম শ্রেণিতে।ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়ছে তাদের বড় ছেলে। ছেলের কৃতিত্ব দেখতে পারেননি বাবা। বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে গুম করা হয়েছে। কান্না জড়িত কন্ঠে লুনা ইলিয়াস জানান, গুম হওয়ার প্রথম ধাপে একটি রিটের প্রেক্ষিতে প্রতি মাসে আপডেট দিতে হাইকোর্ট নির্দেশ দেয় পুলিশকে। কিন্তু ৫/৬ মাস দেয়ার পর আর কোনোই প্রগ্রেস রিপোর্ট নেই।



















