সিলেটে বিএনপির কাউন্সিল স্থগিত, অভিযোগ তদন্তে ৭ সদস্যের কমিটি
- Update Time : ০২:২৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে বিএনপির কাউন্সিলের সকল প্রস্তুতি ছিল সম্পন্ন। সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। রাত পোহালেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। কিন্তু ২৪ ঘন্টা আগেই কেন্দ্র থেকে স্থগিত করা হয়েছে বিশাল এই আয়োজন। অভিযোগ ওঠেছে কাউন্সিলের ভোটার তালিকা নিয়ে। কয়েকটি উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া নিয়েও অভিযোগ ওঠেছে অনিয়মের। আর এসব অভিযোগের ভিত্তিতে সম্মেলন ও কাউন্সিল স্থগিত করে অভিযোগ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে। তদন্তে অনিয়মের প্রমাণ পেলে তা তুলে ধরা হবে কেন্দ্রের কাছে। এরপর কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেয়া হবে সম্মেলন ও কাউন্সিলের ব্যাপারে। রবিবার কেন্দ্র থেকে গঠিত ৭ সদস্যের কমিটির প্রধান করে দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক, ছাতক- দোয়ারার সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনকে। কমিটির অন্যান্যরা হলেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ূম জালালী পংকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল, মহানগরের আহ্বায়ক আবদুল ওয়াহিদ সোহেল।


























