০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“বলাই” : বেলাল আহমদ

  • Update Time : ০১:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

কদলী বাগের পেছন দিকে
বলাই মিঞার বাড়ি,
ক্ষুৎপিপাসায় দিন যে কাটে
জলে টলমল আঁখি।

 

ভুঁইচাপা ফুটে কতক
ছোট্ট ঘরের পাশে,
জোনাই উড়ে রাত্রিকালে
মন ভরে তার মোহে।

 

কচি কালে মা-বাবাকে
সমাধিস্থ করে,
একলা জীবন বেদন বুকে
ধুঁকছে স্নানাভাবে।

 

জমিদারের কামলা খাটে
বিষণ ব্যস্ত থাকে,
ভোর বিহানে কাজে যায়
রাত বারোটায় ফিরে।

 

একরত্তি জিরোয় না সে
তবুও বকুনি খায়,
খাপ্পা হয়ে থাপ্পর কষে
খানিক ভুলের দায়।

 

প্রাসাদ ভোজন সাজায় বলাই
তার থালাতে নাই,
সরপুরিয়া বিলিয়ে দেয়
নিজের বেলায় ছাই।

 

টাকা কড়ি চাইলে পরে
রাগ চক্ষু দেখায়,
কসুর ছাড়াই প্রহার করে
ছোট্ট বলাই’র গায়।

 

তোরঙ্গতে যতনে রাখা
বাবা-মায়ের ছবি,
ছবি খুলে দেখে বলাই
কাঁদে নিরবধি।

 

কবি: তেঘরিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

“বলাই” : বেলাল আহমদ

Update Time : ০১:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২

কদলী বাগের পেছন দিকে
বলাই মিঞার বাড়ি,
ক্ষুৎপিপাসায় দিন যে কাটে
জলে টলমল আঁখি।

 

ভুঁইচাপা ফুটে কতক
ছোট্ট ঘরের পাশে,
জোনাই উড়ে রাত্রিকালে
মন ভরে তার মোহে।

 

কচি কালে মা-বাবাকে
সমাধিস্থ করে,
একলা জীবন বেদন বুকে
ধুঁকছে স্নানাভাবে।

 

জমিদারের কামলা খাটে
বিষণ ব্যস্ত থাকে,
ভোর বিহানে কাজে যায়
রাত বারোটায় ফিরে।

 

একরত্তি জিরোয় না সে
তবুও বকুনি খায়,
খাপ্পা হয়ে থাপ্পর কষে
খানিক ভুলের দায়।

 

প্রাসাদ ভোজন সাজায় বলাই
তার থালাতে নাই,
সরপুরিয়া বিলিয়ে দেয়
নিজের বেলায় ছাই।

 

টাকা কড়ি চাইলে পরে
রাগ চক্ষু দেখায়,
কসুর ছাড়াই প্রহার করে
ছোট্ট বলাই’র গায়।

 

তোরঙ্গতে যতনে রাখা
বাবা-মায়ের ছবি,
ছবি খুলে দেখে বলাই
কাঁদে নিরবধি।

 

কবি: তেঘরিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ