০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে জমিয়ত বিভক্ত, কিন্তু… : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ভারতে জমিয়তে উলামায়ে ইসলাম দুভাগে বিভক্ত। কিন্তু মুসলমানদের স্বার্থে তাদের এক সাথে কাজ করতে দেখা যায়।বাবরী মসজিদ,আসামে মুসলিম নাগরিকত্ব আইন, তিন তালাকের বিষয় সহ বিভিন্ন মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তারা ঐক্যবব্ধ পদক্ষেপ গ্রহণ করে থাকেন। উভয় পক্ষের অফিস ও পাশাপাশি। দুনু পক্ষই একই মিলনায়তন ব্যবহার করেন। আরও মজার ব্যাপার, জমিয়তের এক অংশের সমাবেশে অপর অংশের আমীরকে প্রধান অতিথিও করা হয়। অবশ্য আমরা শুধু জমিয়ত বিভক্ত এ খবরই রাখি।তাদের আন্তরিকতার খবর রাখিনা। অথচ আমাদের মধ্যে বিভক্তি আসলে প্রথমদিকে এক পক্ষ অপর পক্ষের সাথে মুখ দেখাদেখি ও বন্ধ থাকে।অপর অংশের নাম নিতে ও কষ্ট হয়। কোন সভায় অপর অংশের কাউকে দাওয়াত দিলে দলীয় পরিচয় এড়িয়ে যাওয়া হয়।
দলীয় গোড়ামি এমন পর্যায়ে পৌছেছে, সংগঠনে সক্রিয় থাকাবস্থায় এসব বাস্তবতা ও আলোচনা করার সুযোগ নেই। দলে কোণঠাসা হয়ে যাবার ভয়ে কেউ সত্য উচ্চারণ করেনা। আমাদের দেশের বামদের থেকেও আমরা কিছু শিখিনা! জাসদ ভেঙ্গে কতটুকরা হয়েছে,এর হিসাব নেই।কিন্তু বাম জোট সুদৃঢ় করে ওরা নিজেদের অস্থিত্ব রক্ষার চেষ্টা করে যাচ্ছে। জানি, অনেক প্রিয় ভাইদের কাছে বিষয়গুলো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। সারা দেশে প্রতি বছরে শতাধিক সাধারণ মানুষ যে সংগঠনে সম্পৃক্ত হয়না, গণমানুষের সংগঠন দাবী করে আত্নতৃপ্তি আর কত? সাধারণ কর্মী ও দীনদার মানুষের প্রত্যাশা অনুধাবন করুন। দুরত্ব ঘুচিয়ে আনার চেষ্টা করুন। একান্নবর্তী পরিবার হিসেবে একঘরের না হতে পারলেও একবাড়ির প্রতিবেশী হিসেবে থাকতে সমস্যা কোথায়? আল্লাহ সুমতি দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভারতে জমিয়ত বিভক্ত, কিন্তু… : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

ভারতে জমিয়তে উলামায়ে ইসলাম দুভাগে বিভক্ত। কিন্তু মুসলমানদের স্বার্থে তাদের এক সাথে কাজ করতে দেখা যায়।বাবরী মসজিদ,আসামে মুসলিম নাগরিকত্ব আইন, তিন তালাকের বিষয় সহ বিভিন্ন মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তারা ঐক্যবব্ধ পদক্ষেপ গ্রহণ করে থাকেন। উভয় পক্ষের অফিস ও পাশাপাশি। দুনু পক্ষই একই মিলনায়তন ব্যবহার করেন। আরও মজার ব্যাপার, জমিয়তের এক অংশের সমাবেশে অপর অংশের আমীরকে প্রধান অতিথিও করা হয়। অবশ্য আমরা শুধু জমিয়ত বিভক্ত এ খবরই রাখি।তাদের আন্তরিকতার খবর রাখিনা। অথচ আমাদের মধ্যে বিভক্তি আসলে প্রথমদিকে এক পক্ষ অপর পক্ষের সাথে মুখ দেখাদেখি ও বন্ধ থাকে।অপর অংশের নাম নিতে ও কষ্ট হয়। কোন সভায় অপর অংশের কাউকে দাওয়াত দিলে দলীয় পরিচয় এড়িয়ে যাওয়া হয়।
দলীয় গোড়ামি এমন পর্যায়ে পৌছেছে, সংগঠনে সক্রিয় থাকাবস্থায় এসব বাস্তবতা ও আলোচনা করার সুযোগ নেই। দলে কোণঠাসা হয়ে যাবার ভয়ে কেউ সত্য উচ্চারণ করেনা। আমাদের দেশের বামদের থেকেও আমরা কিছু শিখিনা! জাসদ ভেঙ্গে কতটুকরা হয়েছে,এর হিসাব নেই।কিন্তু বাম জোট সুদৃঢ় করে ওরা নিজেদের অস্থিত্ব রক্ষার চেষ্টা করে যাচ্ছে। জানি, অনেক প্রিয় ভাইদের কাছে বিষয়গুলো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। সারা দেশে প্রতি বছরে শতাধিক সাধারণ মানুষ যে সংগঠনে সম্পৃক্ত হয়না, গণমানুষের সংগঠন দাবী করে আত্নতৃপ্তি আর কত? সাধারণ কর্মী ও দীনদার মানুষের প্রত্যাশা অনুধাবন করুন। দুরত্ব ঘুচিয়ে আনার চেষ্টা করুন। একান্নবর্তী পরিবার হিসেবে একঘরের না হতে পারলেও একবাড়ির প্রতিবেশী হিসেবে থাকতে সমস্যা কোথায়? আল্লাহ সুমতি দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ