০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আপনি জানেন কী? ঈসায়ী মুসলিম কারা? : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০২:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

আমরা যখন নিজেদের পারস্পরিক ফতোয়াবাজীর কারণে ঈমানহারা/ ঈহুদি নাসারার দালাল/ অমুসলিম হয়ে আছি! এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে বেঈমান বলছি। নাউজুবিল্লাহ।
এ সুযোগে খৃষ্টানরা নিজেদের মুসলিম দাবী করে কাজ করছে!
আপনি জানেন কী? খৃষ্টানরা এখন নিজেদের “ঈসায়ী মুসলিম” হিসেবে পরিচয় দেয়। কাদিয়ানীরা ও পিছেয়ে নেই। কাদিয়ানীরা নিজেদের কাদিয়ানী বলেনা। “আহমদী মুসলিম জামাত” পরিচয় দেয়। শুনলে আশ্চর্য হতে হয়, সিলেটি ভাষায় কুরআন মাজীদের অনুবাদ নেই কিন্তু ওরা সিলেটি ভাষায় বাইবেলের অনুবাদ
করে বিতরণ করছে অহরহ।

সিলেটের তরুণদের মধ্যে জনপ্রিয় দায়ী, স্নেহভাজন আব্দুল্লাহ মনসুরের একটি পোস্ট ও গভীর তত্বতালাশের মাধ্যমে জানতে পারলাম, খৃষ্টান মিশনারী তৎপরতার অংশ হিসেবে সিলেটকে ধর্মীয় প্রদেশ ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের কয়েকটি আবাসিক স্কুল খুলা হয়েছে।
প্রত্যন্ত অঞ্চল হওয়া সত্বেও লেখাপড়া ও পরিবেশের মান উন্নত হওয়ায় প্রত্যেক পর্যায়ের মুসলমানগণ নিজেদের সন্তানদের এসব স্কুলে ভর্তি করাচ্ছেন।বাহ্যিক সুফল দেখতে পাচ্ছেন। এ স্কুলগুলোতে প্রত্যক্ষভাবে ইসলাম বিরুধী কিছু পাঠ দেয়া হয়না সত্যি। কিন্তু
চার পাচ বছর লেখাপড়ার পর একটি শিশু ধর্মীয় চেতনা বিরুধী হয়ে গড়ে উঠে। এছাড়া সিলেট নগরীর গুরুত্বপূর্ণ অনেক ভুমি খৃষ্টানদের মালিকানাধীন।ওরা দিনে দিনে নতুন নতুন ভুমি খরিদ করেই চলেছে।

সিলেট তথা বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান, আক্বীদা, চরিত্র বিনষ্টের সুগভীর ষড়যন্ত্র চলছে অথচ আমরা নিজেদের মাসলাকি স্বার্থ রক্ষায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।

হায়! আমরা ইসলামের বিভিন্ন ফের্কা আর
মাসলাকের খেদমত করছি। কিন্তু উম্মাহ
দরদে ইসলামের খেদমতে কেউ নাই।

এমনি নাজুক মুহুর্তে আমাদের উচিত, মাসলাকি দুরত্ব ভুলে খৃষ্টান মিশনারী ও কাদিয়ানীদের অপতৎপরতা রোধে ব্যাপক দাওয়াতি উদোগ গ্রহণ করা। শুধু মাদরাসা কেন্দ্রিক শিক্ষা কার্যক্রমে নিজেদের আবদ্ধ না রেখে প্রত্যন্ত অঞ্চলে আধুনিক শিক্ষা কেন্দ্র গড়ে তুলা।
যুগের চ্যালেঞ্জ মুকাবেলায় যোগ্য আলেম গড়ে তুলতে বিশেষ কোর্স চালু করা। আল্লাহ আমাদের বাস্তবতা উপলব্ধির তাওফিক দিন।
লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আপনি জানেন কী? ঈসায়ী মুসলিম কারা? : শাহ মমশাদ আহমদ

Update Time : ০২:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২

আমরা যখন নিজেদের পারস্পরিক ফতোয়াবাজীর কারণে ঈমানহারা/ ঈহুদি নাসারার দালাল/ অমুসলিম হয়ে আছি! এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে বেঈমান বলছি। নাউজুবিল্লাহ।
এ সুযোগে খৃষ্টানরা নিজেদের মুসলিম দাবী করে কাজ করছে!
আপনি জানেন কী? খৃষ্টানরা এখন নিজেদের “ঈসায়ী মুসলিম” হিসেবে পরিচয় দেয়। কাদিয়ানীরা ও পিছেয়ে নেই। কাদিয়ানীরা নিজেদের কাদিয়ানী বলেনা। “আহমদী মুসলিম জামাত” পরিচয় দেয়। শুনলে আশ্চর্য হতে হয়, সিলেটি ভাষায় কুরআন মাজীদের অনুবাদ নেই কিন্তু ওরা সিলেটি ভাষায় বাইবেলের অনুবাদ
করে বিতরণ করছে অহরহ।

সিলেটের তরুণদের মধ্যে জনপ্রিয় দায়ী, স্নেহভাজন আব্দুল্লাহ মনসুরের একটি পোস্ট ও গভীর তত্বতালাশের মাধ্যমে জানতে পারলাম, খৃষ্টান মিশনারী তৎপরতার অংশ হিসেবে সিলেটকে ধর্মীয় প্রদেশ ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের কয়েকটি আবাসিক স্কুল খুলা হয়েছে।
প্রত্যন্ত অঞ্চল হওয়া সত্বেও লেখাপড়া ও পরিবেশের মান উন্নত হওয়ায় প্রত্যেক পর্যায়ের মুসলমানগণ নিজেদের সন্তানদের এসব স্কুলে ভর্তি করাচ্ছেন।বাহ্যিক সুফল দেখতে পাচ্ছেন। এ স্কুলগুলোতে প্রত্যক্ষভাবে ইসলাম বিরুধী কিছু পাঠ দেয়া হয়না সত্যি। কিন্তু
চার পাচ বছর লেখাপড়ার পর একটি শিশু ধর্মীয় চেতনা বিরুধী হয়ে গড়ে উঠে। এছাড়া সিলেট নগরীর গুরুত্বপূর্ণ অনেক ভুমি খৃষ্টানদের মালিকানাধীন।ওরা দিনে দিনে নতুন নতুন ভুমি খরিদ করেই চলেছে।

সিলেট তথা বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান, আক্বীদা, চরিত্র বিনষ্টের সুগভীর ষড়যন্ত্র চলছে অথচ আমরা নিজেদের মাসলাকি স্বার্থ রক্ষায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।

হায়! আমরা ইসলামের বিভিন্ন ফের্কা আর
মাসলাকের খেদমত করছি। কিন্তু উম্মাহ
দরদে ইসলামের খেদমতে কেউ নাই।

এমনি নাজুক মুহুর্তে আমাদের উচিত, মাসলাকি দুরত্ব ভুলে খৃষ্টান মিশনারী ও কাদিয়ানীদের অপতৎপরতা রোধে ব্যাপক দাওয়াতি উদোগ গ্রহণ করা। শুধু মাদরাসা কেন্দ্রিক শিক্ষা কার্যক্রমে নিজেদের আবদ্ধ না রেখে প্রত্যন্ত অঞ্চলে আধুনিক শিক্ষা কেন্দ্র গড়ে তুলা।
যুগের চ্যালেঞ্জ মুকাবেলায় যোগ্য আলেম গড়ে তুলতে বিশেষ কোর্স চালু করা। আল্লাহ আমাদের বাস্তবতা উপলব্ধির তাওফিক দিন।
লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ