০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহিলা মজলিসের মানব বন্ধন, সমস্যা কোথায়? : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৩:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ভারতের সাহসী মুসলিম বোন মুসকানের প্রতি সহমর্মিতা জানিয়ে মহিলা মজলিস মানব বন্ধন করেছে।অংশ নেয়া সকল বোনেরা শরীয়ত সম্মত পূর্ন হিজাব পরিহিতা ছিলেন। তারা সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। তরুণ এক মাওলানা তাদের উচ্চকন্ঠে
আল্লাহু আকবার ধ্বনির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করলেন। জিজ্ঞাসা করলাম,আপনি কি করেন? মহিলা মাদরাসায় হাদীস পড়াই।
ছাত্রীদের লেখাপড়ার মান কেমন? মাশাল্লাহ। ছাত্রীরা খুব মেধাবী।
এবারত কি শুদ্ধভাবে পড়তে পারে? এক্ষেত্রে অনেক মাদরাসার ছাত্রদের চেয়েও ভালো। কিভাবে বুঝলেন? নিয়মিত ছাত্রীদের এবারাত পড়া শুনি। তাদের ধ্বনি কি পর্দার অন্তর্ভুক্ত নয়?
দ্বীনী শিক্ষার স্বার্থে শুনা হয়ে থাকে। বললাম, উম্মাহের নির্যাতিত মাবোনদের স্বার্থে আল্লাহু আকবার ধ্বনিতে আপত্তি কেন?
হুজুর, আমি বিষয়টি এভাবে ভাবিনি, মাওলানা উত্তর দিলেন। মহিলা মজলিসের কর্মসূচি জায়েয কি নাজায়েয? এব্যাপারে কিছু বলবনা, যেহেতু আমি মুফতি নয়।তবে এঘটনা থেকে আমাদের স্ববিরুধীতার এক নমুনা পাওয়া যায়,তাই উল্লেখ করলাম। আমরা নিজের মেজায মত শরীয়ত চালাই। শরীয়তের মেজায মতো চলতে চাইনা। নিজের চিন্তার স্বপক্ষে কুরআন সুন্নাহ থেকে দালীল খুজি।কুরআন সুন্নাহর মুল দাবী এড়িয়ে চলি! আল্লাহ সঠিক বুঝ দান করুন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মহিলা মজলিসের মানব বন্ধন, সমস্যা কোথায়? : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৩:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

ভারতের সাহসী মুসলিম বোন মুসকানের প্রতি সহমর্মিতা জানিয়ে মহিলা মজলিস মানব বন্ধন করেছে।অংশ নেয়া সকল বোনেরা শরীয়ত সম্মত পূর্ন হিজাব পরিহিতা ছিলেন। তারা সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। তরুণ এক মাওলানা তাদের উচ্চকন্ঠে
আল্লাহু আকবার ধ্বনির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করলেন। জিজ্ঞাসা করলাম,আপনি কি করেন? মহিলা মাদরাসায় হাদীস পড়াই।
ছাত্রীদের লেখাপড়ার মান কেমন? মাশাল্লাহ। ছাত্রীরা খুব মেধাবী।
এবারত কি শুদ্ধভাবে পড়তে পারে? এক্ষেত্রে অনেক মাদরাসার ছাত্রদের চেয়েও ভালো। কিভাবে বুঝলেন? নিয়মিত ছাত্রীদের এবারাত পড়া শুনি। তাদের ধ্বনি কি পর্দার অন্তর্ভুক্ত নয়?
দ্বীনী শিক্ষার স্বার্থে শুনা হয়ে থাকে। বললাম, উম্মাহের নির্যাতিত মাবোনদের স্বার্থে আল্লাহু আকবার ধ্বনিতে আপত্তি কেন?
হুজুর, আমি বিষয়টি এভাবে ভাবিনি, মাওলানা উত্তর দিলেন। মহিলা মজলিসের কর্মসূচি জায়েয কি নাজায়েয? এব্যাপারে কিছু বলবনা, যেহেতু আমি মুফতি নয়।তবে এঘটনা থেকে আমাদের স্ববিরুধীতার এক নমুনা পাওয়া যায়,তাই উল্লেখ করলাম। আমরা নিজের মেজায মত শরীয়ত চালাই। শরীয়তের মেজায মতো চলতে চাইনা। নিজের চিন্তার স্বপক্ষে কুরআন সুন্নাহ থেকে দালীল খুজি।কুরআন সুন্নাহর মুল দাবী এড়িয়ে চলি! আল্লাহ সঠিক বুঝ দান করুন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ