আসুন দলান্ধতা পরিহার করি : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৩:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কোন একটি ইসলামী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা অবশ্যই দোষের নয়। কিছু সংখ্যক উলামায়ে কেরামের রাজনীতিতে সক্রিয় থাকা জরুরী ও বটে। কিন্তু দলান্ধ হওয়া দেশ জাতি ও ইসলামের জন্য ভয়ানক ক্ষতিকর। দলান্ধতা একটি মানসিক অসুস্থতা। যা মনের উপর খুব বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করে। অন্তর সংকীর্ণ করে দেয়। দলান্ধ মনোভাবের কয়েকটি চিত্র.
*নিজ দলের নেতা কুরআন- সুন্নাহ বিরুধী কিছু বললেও অপব্যাখ্যার আশ্রয় নেয়া। অন্য দলের নেতার পান থেকে চুন খসে পড়লে ইসলাম ডুবিয়ে দিলো বলে চিৎকার করার মানসিকতা।
*অন্য দলের নেতার কোন বক্তব্য বা কাজ যতই চমৎকার হোক স্বীকৃতি দিতে মনে কষ্ট অনুভব করা।
*নিজ দলের চেয়ে অন্য দলের সুন্দর কোন কর্মসুচী দেখলে গাঁ ঝিম ঝিম করা।
*অন্য দলের সমাবেশে লোকসমাগম বেশী হলে মনে জ্বালা অনুভব করা।
*দলীয় ভিত্তিতে পারস্পরিক হৃদ্যতায় প্রধান্য দেয়া,মুসলিম ভ্রাতৃত্ববোধ এড়িয়ে চলা।
*অন্য দলের আলেম/ বুজুর্গদের যথাযথ শ্রদ্ধাবোধ না থাকা।
*দলীয় ভিত্তিতে হক ও হক্কানিয়াত নির্ণয় করা।
*দলান্ধতা দূরীকরণে করণীয়, প্রিয় নবী সঃ বলেন, মুসলিম উম্মাহ একই দেহের ন্যায় (বুখারী-মুসলিম)। একটি দেহে অনেক অংগ প্রত্যঙ্গ থাকে, চোখ দিয়ে দেখা যায়, শুনা যায়না, কান দিয়ে শুনা যায়, দেখা যায়না, কিন্তু একটি অঙ্গ অপর অঙ্গের সাথে হিংসা করেনা, বরং কানে বা অন্য কোন অঙ্গে আঘাত পেলে চোখ দিয়ে অশ্রু ঝরে। দেশের প্রত্যেক ইসলামী দল নিয়ে মানসনেত্রে একটি দেহের অবয়ব তৈরী করুন।
ভাবুন, একটি দল চোখের, অন্য দল কানের আরেকদল দল মুখের ন্যায় দ্বীনের কাজ করছে, নিজকে চোখের পাতা বানিয়ে নিন, চোখের পাতা যেভাবে চোখকে ময়লা আবর্জনা থেকে রক্ষায় তৎপর থাকে আপনি ও প্রত্যেক দলের ঐতিহ্য রক্ষায় সচেতন থাকুন।
নিজেদের ক্ষেত্রে উদার মানসিকতা লালন করুন, দলান্ধতা মুক্ত ইসলামের তরে জীবন বিলিয়ে দেয়ার প্রস্তুতি নিন। হে আল্লাহ, তাওফিক দাও। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।


























