সামাজিক বাস্তবতা, একাল সেকাল : শাহ মমশাদ আহমদ
- Update Time : ১১:০০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
লক্ষ্য করছেন কী?
আমাদের শিক্ষার হার বাড়ছে /গুগল চার্স করে জানার পরিধি ও বাড়ছে। কিন্তু মানবতাবোধ কমছে?
আগে দুজনের মধ্যে ঝগড়া বাধলে মানুষ
সমাধান করে দিত। এখন ভিডিও করে।
আগে কেউ দুর্ঘটনায় আক্রান্তদের হাসপাতালে নেয়ার চেষ্টা করা হত।
এখন মানুষ লাইভে ব্যস্ত হয়ে যায়।
আগে আলেম-বুজুর্গ ব্যক্তি দেখলে মুসাহাফা করত।
এখন সেলফি তুলে।
আগে মুরব্বি দেখলেই শ্রদ্ধা জানাত।
এখন শুধু সুপরিচিত আলেম-মুরব্বিদের শ্রদ্ধা জানায়,ছবি তুলে।সংরক্ষণ করে রাখে। ভাইরাল আলেমের অসুস্থতা বা মৃত্যুর পর নিজের সংরক্ষিত ছবি দিয়ে সংবাদ পোস্ট করে।
আগে বন্ধুর অসুস্থতায় বন্ধু পাশে থাকত। পরিচর্যা করত। এখন বন্ধুর ছবিযুক্ত পোস্টে অসুস্থতার সংবাদ দিয়েই দায় সারে।
আগে বন্ধু বা সহপাঠীর পিতামাতা স্বজনের মৃত্যু সংবাদ পেলে অতিদ্রুত তার পাশে গিয়ে দাড়াত,শান্তনা দিত।
এখন বন্ধুর ছবি দিয়ে তার পিতামাতার মৃত্যু সংবাদ পোস্ট করে।মানুষকে বিভ্রান্তিতে ফেলে।
আগে কিছু আমল সঞ্চয়ে রাখার চেষ্টা করত। অন্তত কিছু এবাদাত রিয়া (লোক দেখানো) থেকে মুক্ত রাখত।
এখন দান খায়রাত, হজ্ব, বড়দের সুহবাত, ওয়াজ মাহফিলে অংশ গ্রহন সহ প্রতিটি নেক কাজ প্রচারের ধান্ধায় থাকে।
আগে একজন অপরজনের প্রয়োজনে সহমর্মিতার সাথে সহযোগিতা করত। আন্তরিকতার সাথে শুকরিয়া আদায় করত।
এখন লৌকিকতার জন্য সহযোগীতার কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করে। সাহায্যকারী ও একটি পোস্টের অধীর অপেক্ষায় থাকে।
ভিক্ষুক থালা মেলে সাহায্য ভিক্ষা করে, আগে নেতা বিভিন্ন ব্যানার টানিয়ে ইজ্বত ও খ্যাতি ভিক্ষা করত।
এখন নিজের ছবি নিজে পোস্ট করে খ্যাতি ভিক্ষা করে।
আগে মানুষ লোক পাঠিয়ে, ফোন করে জন্ম-মৃত্যুর সংবাদ দিত।
এখন পোস্ট করে সামাজিক দায়িত্ব আদায় করে।অনেক সময় ফেসবুক না দেখলে ঘনিষ্ট মানুষের মৃত্যু সংবাদ পাওয়া যায়না।
একসময় দান সাদাকা করে প্রচার করলে বা খোটা দিলে বলা হত, নেকী করে দরিয়ায় ঢেলে দিল। পত্রিকায় প্রচার করলে বলা হত, নেকী করল, পত্রিকায় ঢেলে দিল। এখন বলতে হয়, নেকী করল, ফেইসবুকে ঢেলে দিল।
কওমী অংগনে আগে মুরব্বিদের সম্মান করা,তাদের সামনে শ্রদ্ধার সাথে বসা ছিল কওমি সংশ্লিষ্টদের আদব আখলাকের স্বাভাবিক রুপ। এখন ফেইসবুকের কল্যাণে তা হয়েছে বিস্ময়কর স্বভাবের অংশ ও প্রচারের বিষয়!
আগে নব প্রজন্মের মধ্যে মুরব্বিদের মত আইডল হওয়ার চিন্তা ছিল। এখন ফুল ফুটার আগেই ভাইরাল হওয়ার চিন্তায় থাকে। হে আল্লাহ! আমাদের ইনসানিয়াত তথা মানবতাবোধ দান কর। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।



























