হিজড়াদের মধ্যে দিনী শিক্ষা ছড়িয়ে দেয়া উচিত : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০১:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারি ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলিং বেল বেজে উঠল। ভাবলাম, ওয়াজের মওসুম চলছে, হয়তো মাদ্রাসার ছাত্র ভাইয়েরা হবেন। দরজা খুলে দেখলাম, তিন জন হিজড়া বোন দাঁড়িয়ে। পাশের ফ্লাটের এক ভাই বললেন, দরজা লাগিয়ে দিন।ওদের সুযোগ দিতে নেই। বিবেক বাধা দিল। জিজ্ঞাসা করলাম, আপনারা কি নাস্তা করেছেন?
আলহামদুলিল্লাহ, সকালে নাস্তা করেছি। আপনারা তো মুসলমান?
জ্বি?
কালেমা জানেন?
দু’জন কালেমা বললেন, একজন চুপ থাকলেন।
সামান্য ভালো ব্যবহার পেয়ে একজন অনর্গলভাবে তার জীবন কাহিনী বর্ননা শুরু করলেন। সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। কিভাবে সমাজচ্যুত হয়ে অন্য হিজড়াদের সাথে মিলে অপরাধ জগতে পা বাড়ালেন?
সংক্ষেপে বর্ননা করলেন। কাহিনি শুনে অশ্রু সংবরণ করতে পারিনি।
দাড়িয়ে কথা বলছিলাম, বসার জন্য বললাম। রাজী হলেননা।
তাদের উদ্দেশ্যে বললাম, আমাদের আল্লাহর শুকরিয়া আদায় উচিত, আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন। আপনারা নিজের অবস্থার উপর নারাজ হবেননা। আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনাদের এরুপ সৃষ্টি করেছেন। আল্লাহর উপর রাজি থাকা উচিত। আপনারা জানেন, আমরা বিশাল একটি নেয়ামতের অধিকারী?
একজন বললেন, আমরা সমাজচ্যুত।
আমাদের উপর আল্লাহর নেয়ামত কি?
বললাম, আপনারা আমরা সকলেই মানুষ।
সকলেই মুসলমান। আল্লাহর কাছে আমার পরিচয় পুরুষ নয়।
আপনাদের পরিচয় ও হিজড়া নয়। আমাদের সবার একই পরিচয় আমরা মুসলমান। অগোছালো দুএকটি কথা ওনাদের মনে আঘাত করল, একজন তো চিৎকার করে কান্না শুরু করলেন। আমাকে লক্ষ্য করে বললেন, হুজুর, জীবনের প্রথম আপনি আমাদের আপনি বলে সম্বোধন করলেন। সকলেই আমাদের তুই তোকারি করে।
যাবার বেলা হিজড়া মাদরাসায় ভর্তি হওয়ার প্রতিশ্রুতি দিলেন। আমি কিছু টাকা হাদিয়া দিতে চাইলাম।ওনারা গ্রহণ করতে চাইলেননা। অনেকটা শাসনের সুরে হাদিয়া গ্রহণের নির্দেশ দিলাম।শেষ পর্যন্ত গ্রহণ করলেন। ওনারা আমার ছোট মেয়ের হাতে কিছু টাকা দিয়ে দিলেন। আমি খুশি মনে গ্রহণ করলাম।
হিজড়া বলতে আমরা বুঝি, হাত তালি দিয়ে টাকা চাদা করে যাওয়া একটি গোষ্ঠী। এদের নিয়ে আমরা কি কখনো ভাবি?
এদের অবজ্ঞা করার জন্য কি আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবেনা?
পরিবেশ, পরিস্থিতি বুঝে হিজড়া ভাইবোনদের মধ্যে কিছু দীনী কাজ
করার ইচ্ছা করেছি। আল্লাহ তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট।



























