লন্ডনে ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক আহত
- Update Time : ০৪:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পূর্ব লন্ডনের ব্রিকলেনে ছুরিকাঘাতে নাঈম আলম নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। আহত নাঈম আলম কে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক ব্রিকলেনের পেটিকোট লেইনের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।
তাকে কারা ছুরিকাঘাত করেছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনার পরপরই প্যারামেডিকের কর্মীরা রাস্তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় ছুরিকাঘাত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা যুবকটিকে পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীরা উদ্ধার করে ।
পরে পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রাখে এবং ওই এলাকা দিয়ে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন একে অবর্ণনীয় বলে উল্লেখ করেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ছুরি দিয়ে আহত করে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে।




























