০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসুন,মরহুম উলামায়ে কেরামের ছবি প্রচার থেকে বিরত থাকি : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৫:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিষয়টি খুব বেশি ব্যাপকতা লাভ করেছে। জানি, আমার কথাগুলো অরন্যে রোদন হবে, তারপর ও দুএকটি কথা লিখতে বাধ্য
হলাম! ডিজিটাল ছবি ও সেলফির ব্যাপারে উলামায়ে দেওবন্দের দু’ধরনের ফতোয়া রয়েছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে, সাধারণ ছবির মত ডিজিটাল ছবি ও সেলফি তোলা নাজায়েজ, এমনকি ছবির পোস্টে মাশাল্লাহ লেখে নাজায়েজ কাজে উৎসাহিত করা ও অবৈধ। এব্যাপারে দারুল উলুম করাচীর ফতোয়ায় বলা হয়েছে, ডিজিটাল ছবি ও সেলফি মোবাইল বা কম্পিউটার জাতীয় যন্ত্রে বা স্কীনে থাকাকালীন জায়েয, তবে তা কাগজে প্রিন্ট করা না জায়েজ। ভিন্নমতের দুটি ফতোয়া হলেও উলামায়ে দেওবন্দ অধিক প্রয়োজনে জায়েয বলেছেন। অপরদিকে দারুল উলুম করাচীর ফতোয়ায় অনর্থক সেলফি তোলা থেকে বিরত থাকার জন্য ও বলা হয়েছে। তাই এব্যাপারে আমাদের দুটি বিষয়য়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন।

 

# আমাদের মরহুম বুজুর্গদের ছবি প্রচার থেকে বিরত থাকা, যেহেতু কবরবাসী বুজুর্গ ব্যক্তিদের ভাস্কর্য থেকেই মুর্তিপুজার উদ্ভব,আর তাদের ছবি দেখলে মনে শ্রদ্ধা জাগ্রত হওয়া স্বাভাবিক। সে হিসেবে মরহুমদের ডিজিটাল আনডিজিটাল ছবি সংরক্ষণ ও প্রচার করা না জায়েজ হওয়ার ব্যাপারে সকল আলেমগনই একমত।

# এক জামাত আলেমের ফতোয়ার সুযোগে অবাধ সেলফিবাজী না করে মধ্যমপন্থা অবলম্বন করে অনর্থক ডিজিটাল ছবি ও সেলফি থেকে বিরত থাকা জরুরী। আমাদের মরহুম আলেমগণ নিজেদের
কর্মেই মানুষের মনে স্মরণীয় থাকবেন, ছবি সংযুক্ত করার কোন প্রয়োজন নেই। আল্লাহ আমাদের তাক্বওয়ার উপর চলার তাওফিক দিন।

লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আসুন,মরহুম উলামায়ে কেরামের ছবি প্রচার থেকে বিরত থাকি : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৫:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

বিষয়টি খুব বেশি ব্যাপকতা লাভ করেছে। জানি, আমার কথাগুলো অরন্যে রোদন হবে, তারপর ও দুএকটি কথা লিখতে বাধ্য
হলাম! ডিজিটাল ছবি ও সেলফির ব্যাপারে উলামায়ে দেওবন্দের দু’ধরনের ফতোয়া রয়েছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে, সাধারণ ছবির মত ডিজিটাল ছবি ও সেলফি তোলা নাজায়েজ, এমনকি ছবির পোস্টে মাশাল্লাহ লেখে নাজায়েজ কাজে উৎসাহিত করা ও অবৈধ। এব্যাপারে দারুল উলুম করাচীর ফতোয়ায় বলা হয়েছে, ডিজিটাল ছবি ও সেলফি মোবাইল বা কম্পিউটার জাতীয় যন্ত্রে বা স্কীনে থাকাকালীন জায়েয, তবে তা কাগজে প্রিন্ট করা না জায়েজ। ভিন্নমতের দুটি ফতোয়া হলেও উলামায়ে দেওবন্দ অধিক প্রয়োজনে জায়েয বলেছেন। অপরদিকে দারুল উলুম করাচীর ফতোয়ায় অনর্থক সেলফি তোলা থেকে বিরত থাকার জন্য ও বলা হয়েছে। তাই এব্যাপারে আমাদের দুটি বিষয়য়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন।

 

# আমাদের মরহুম বুজুর্গদের ছবি প্রচার থেকে বিরত থাকা, যেহেতু কবরবাসী বুজুর্গ ব্যক্তিদের ভাস্কর্য থেকেই মুর্তিপুজার উদ্ভব,আর তাদের ছবি দেখলে মনে শ্রদ্ধা জাগ্রত হওয়া স্বাভাবিক। সে হিসেবে মরহুমদের ডিজিটাল আনডিজিটাল ছবি সংরক্ষণ ও প্রচার করা না জায়েজ হওয়ার ব্যাপারে সকল আলেমগনই একমত।

# এক জামাত আলেমের ফতোয়ার সুযোগে অবাধ সেলফিবাজী না করে মধ্যমপন্থা অবলম্বন করে অনর্থক ডিজিটাল ছবি ও সেলফি থেকে বিরত থাকা জরুরী। আমাদের মরহুম আলেমগণ নিজেদের
কর্মেই মানুষের মনে স্মরণীয় থাকবেন, ছবি সংযুক্ত করার কোন প্রয়োজন নেই। আল্লাহ আমাদের তাক্বওয়ার উপর চলার তাওফিক দিন।

লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ