১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভিক্ষুক তিন প্রকার : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৩:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ভিক্ষুক তিন প্রকার, সাধারণ ভিক্ষুক-ভিক্ষাবৃত্তি যাদের পেশা।
মওসুমী ভিক্ষুক, যারা মানুষের দ্বারে দ্বারে ভোট ও মর্যাদা ভিক্ষা করেন। সাধারণ ভিক্ষুক ভিক্ষা করতে থালা মেলে ধরেন আর মওসুমী ভিক্ষুক বিশালার ব্যানার আর ফেষ্টুন মেলে ধরেন। আরেক প্রকার ভিক্ষুক যারা আল্লাহর দরবারে প্রতিনিয়ত ক্ষমা ভিক্ষা করেন।ওরা হচ্ছেন, আল্লাহর দরবারের ভিক্ষুক। ওনারা আল্লাহর কাছে একটি থালা মেলে ধরেন, থালাটি হচ্ছে ইস্তেগফারের থালা।
আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করার নামই ইস্তেগফার। দুনিয়ার ভিক্ষুকদের পদে পদে লাঞ্চিত হতে হয়। অপরদিকে আল্লাহর দরবারের ভিক্ষুকগণ ইহ-পরকালে মর্যাদাবান হয়। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি গুরুত্বসহকারে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তায়ালা তাকে (তিনটি পুরস্কার দান করেন) ১. প্রত্যেক অসুবিধায় মুক্তির পথ করে দেন। ২. প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং ৩. এমন জায়গা থেকে রিজিক দেন, যা তার কল্পনায়ও ছিল না।’ (আবু দাউদ)
আল্লাহ আমাদের কায়মনোবাক্যে ইস্তেগফারের হালতে থাকার তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও ককলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভিক্ষুক তিন প্রকার : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৩:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

ভিক্ষুক তিন প্রকার, সাধারণ ভিক্ষুক-ভিক্ষাবৃত্তি যাদের পেশা।
মওসুমী ভিক্ষুক, যারা মানুষের দ্বারে দ্বারে ভোট ও মর্যাদা ভিক্ষা করেন। সাধারণ ভিক্ষুক ভিক্ষা করতে থালা মেলে ধরেন আর মওসুমী ভিক্ষুক বিশালার ব্যানার আর ফেষ্টুন মেলে ধরেন। আরেক প্রকার ভিক্ষুক যারা আল্লাহর দরবারে প্রতিনিয়ত ক্ষমা ভিক্ষা করেন।ওরা হচ্ছেন, আল্লাহর দরবারের ভিক্ষুক। ওনারা আল্লাহর কাছে একটি থালা মেলে ধরেন, থালাটি হচ্ছে ইস্তেগফারের থালা।
আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করার নামই ইস্তেগফার। দুনিয়ার ভিক্ষুকদের পদে পদে লাঞ্চিত হতে হয়। অপরদিকে আল্লাহর দরবারের ভিক্ষুকগণ ইহ-পরকালে মর্যাদাবান হয়। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি গুরুত্বসহকারে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তায়ালা তাকে (তিনটি পুরস্কার দান করেন) ১. প্রত্যেক অসুবিধায় মুক্তির পথ করে দেন। ২. প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং ৩. এমন জায়গা থেকে রিজিক দেন, যা তার কল্পনায়ও ছিল না।’ (আবু দাউদ)
আল্লাহ আমাদের কায়মনোবাক্যে ইস্তেগফারের হালতে থাকার তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও ককলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ