১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আকাশের অবদান : বেলাল আহমেদ

  • Update Time : ০১:১৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

তমসা কেটে টিকরে পড়া আলোর ফুলকি
মৃত্তিকার উর্বরতা শক্তি বাড়ে সূর্যের নাগাদ।

অন্তরীক্ষ বিকৃত স্বরে কান্না ভরা চুখে অনিমেষভাবে চেয়ে রয় ঢালিতে অশ্রু।

অশন উৎপাদিত অনুর্বর ভূমিতে বৃষ্টির অজুহাতে।
বিষাদের নীল বেদনা ধুয়ে যায় বারি পাতে।

নৈশকালে জোৎসনায় প্রদীপ্ত প্রাণীকূল ধরনী
রূপালি চাঁদ সমুদয় আলোক রশ্মি ছড়ায়,
হৃষ্ট মরাল দুলকিতে নাচে উদার অবদান।

মানব-মানবী ছন্দময় সৃজনশীল জীবনের তাড়নায়।
প্রবাহমান বায়ু সক্রিয় ভূমিকায় অক্সিজেন সাপ্লাই’এ,
তেঁই, জীব বেচে আছে।

পত্র পল্লবের ধ্বনি যেন ভায়োলিনের শুর,
বৃক্ষরাজি পাখা মেলে নতুন উর্দি গায়ে।

লেপমুড়ি দিয়ে আবির্ভূত মাঘের সন্ন্যাসী
সবই, জীবের প্রাণসঞ্চারে মহাকাশের নিঃস্বার্থ দান।

কিন্ত পৃথিবীর সাধ্য নাই ধূলিকণা ছাড়া আকাশকে কিছু দেয়ার,
তবুও অহংকারী দেমাগি পৃথিবী করেনা স্বীকার।

 

কবি: গ্রাম: তেঘরিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মোবাঃ 01712453940

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আকাশের অবদান : বেলাল আহমেদ

Update Time : ০১:১৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

তমসা কেটে টিকরে পড়া আলোর ফুলকি
মৃত্তিকার উর্বরতা শক্তি বাড়ে সূর্যের নাগাদ।

অন্তরীক্ষ বিকৃত স্বরে কান্না ভরা চুখে অনিমেষভাবে চেয়ে রয় ঢালিতে অশ্রু।

অশন উৎপাদিত অনুর্বর ভূমিতে বৃষ্টির অজুহাতে।
বিষাদের নীল বেদনা ধুয়ে যায় বারি পাতে।

নৈশকালে জোৎসনায় প্রদীপ্ত প্রাণীকূল ধরনী
রূপালি চাঁদ সমুদয় আলোক রশ্মি ছড়ায়,
হৃষ্ট মরাল দুলকিতে নাচে উদার অবদান।

মানব-মানবী ছন্দময় সৃজনশীল জীবনের তাড়নায়।
প্রবাহমান বায়ু সক্রিয় ভূমিকায় অক্সিজেন সাপ্লাই’এ,
তেঁই, জীব বেচে আছে।

পত্র পল্লবের ধ্বনি যেন ভায়োলিনের শুর,
বৃক্ষরাজি পাখা মেলে নতুন উর্দি গায়ে।

লেপমুড়ি দিয়ে আবির্ভূত মাঘের সন্ন্যাসী
সবই, জীবের প্রাণসঞ্চারে মহাকাশের নিঃস্বার্থ দান।

কিন্ত পৃথিবীর সাধ্য নাই ধূলিকণা ছাড়া আকাশকে কিছু দেয়ার,
তবুও অহংকারী দেমাগি পৃথিবী করেনা স্বীকার।

 

কবি: গ্রাম: তেঘরিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মোবাঃ 01712453940

এখানে ক্লিক করে শেয়ার করুণ