আসুন হতাশা ঝেড়ে ফেলি : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আপনি দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন?
দুশ্চিন্তা হচ্ছে সবচেয়ে বড় সময়ের অপচয়
আর হতাশা মনের চেতনা হত্যাকারী।
বিগত দিনের দুঃখের স্মৃতি বিস্মৃতির অতল
গহ্বরে ফেলে দিন।
হযরর ইউসুফ আঃ নিজ সহোদর বিনইয়ামিনকে বললেন,
فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُواْ يَعْمَلُونَ
(তাদের কৃতকর্মের জন্য দুঃখ করোনা)
জীবনে ঘটে যাওয়া অপরাধের অনুশোচনায় হতাশা নয়, তাওবা করুন।
সফলতা এমনিতে ধরা দেয়না।নিরাশ হয়ে
ঘরে বসে থাকা নয়, প্রচেষ্টা করুন।
হযরত ইয়াকুব আঃ নিজ ছেলেদের বললেন,
اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله
যাও, ইউসুফ ও তার ভাইকে তালাশ কর এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা।
জালিমের জুলুমের কথা স্মরণ করে ভীরু হতে নেই।
হযরত শুয়াইব (আঃ) মুসা (আঃ) কে বললেন قَالَ لَا تَخَفْ ۖ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
(ভয় করোনা, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ)
সরাসরি শত্রু পক্ষের সম্মুখীন হয়ে ও চিন্তা
করতে নেই।
প্রিয় নবী (সঃ) হযরত আবু বাকারকে (রাঃ) বললেন, لا تحزن ان الله معنا
(চিন্তা করোনা, আল্লাহ আমাদের সাথে আছেন)
উম্মতকে হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার প্রেরণা দেয়া ছিল নবীগনের অন্যতম কর্মসূচি। আমাদের ও উচিত
একে অপরকে হতাশা ঝেড়ে ফেলে নতুন
উদ্যমে কাজে ঝাপিয়ে পড়ার অনুপ্রেরণা
দেয়া।
সর্বোপরি মহান রবের মহান বানীর প্রতি লক্ষ্য করে আসুন, হতাশা ঝেড়ে ফেলি।
لا تقنطو من رحمة اللهআল্লাহ বলেন
তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়োনা।
আল্লাহ তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।




























