০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদয়ের আর্তচিৎকার : বেলাল আহমদ
- Update Time : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ক্লান্ত পথিক অবিশ্রান্ত মনের নিঃসৃত কথন
কেউনা বুঝে হৃদয়ের বকোনি কল্পিত স্বপন,
সাদে অবসাদে নির্জনে নিবৃত্তে উত্তলে মনের ঢেউ
জীবের কায়া স্থায়ী নয় কভূ বোঝলনা ধরায় কেউ।
ভালোবাসা গুলো রেখে গেলাম এক ছোট্ট ঘরে
গাতিলাম মালা গন্ধরাজ চম্পক আর মালতির সৌরভে,
শুকনো পাতা খসে পড়ে, নতুন কুড়ি দেয় উঁকি
জ্বলে কিবা ডাঙায় প্রাণপণ লড়াই বাঁচিবার লাগি।
ধকধক করে বক্ষপিঞ্জরে মৃত্যুর ধ্বনি সদা বাজে, কুপোকাত হবে অহংকারী মন কামনা সেদিন ফুরাবে।
দীগন্ত রেখায় জলমল সূর্যটা তার, হারায়ে জ্যোতি
ফিরবেনা কভূ ঊষালগ্নে, গগন পানে জ্বলবেনা বাতি।
ক্লেদাক্ত জীবনে পাপের গাদা দেহের কুনে কুনে
দাড়াব কেমনে লজ্জিত মূখ লয়ে ভূপতির মঞ্চে।
যাতনা চেপে দিলাম, দু-চোখ ভরা টলমলে জল
ডায়রির পাতায় লিখে গেলাম যত বিষন্নতার সুপ্ত আচড়।
কবি: গ্রাম: তেঘরিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মোবাঃ 01712453940



















