জগন্নাথপুরে বিএনপির গনতন্ত্র হত্যা দিবস পালিত
- Update Time : ০২:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৫ জানুয়ারি গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো পতাকা প্রদর্শন সহ মিছিল করেছে জগন্নাথপুর উপজেলা বিএনপি।
দুপুর ১২ টায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী স্থানীয় শহীদ মিনার থেকে মিলিত হয়ে কালো পতাকা হাতে নিয়ে মিছিল শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে পথ সভায় মিলিত হন। উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ এর পরিচালনা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপি নেতা এম এ নুর, সৈয়দ মোসাব্বির আহমদ, আখলুল করিম, আব্দুর নুর, কামরুজ্জামান, আব্দুস সোবহান, সোহেল আমীন, দিলু মিয়া, সৈয়দ খায়রুল ইসলাম, নেওয়ার খান, আবু তালের, সৈয়দ জুবায়ের আহমদ আবু, শিপন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া, উপজেলা যুবদল নেতা আলিম উদ্দিন, মিজান কোরেশী, জহিরুল ইসলাম লেবু, সৈয়দ ইসহাক, রাসেল বক্স, আবু বক্কর মধু, আশরাফুল ইসলাম, দিলু মিয়া উপজেলা ছাত্রদল নেতা নুরুল আমীন, জাকির হোসেন, আল আমীন প্রমুখ,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তোতি মিয়া, নজরুল ইসলাম, যুবদল নেতা শুহিনুর রহমান, তারেক মিয়া সেলিম মিয়া, ছাত্রদল নেতা জুবেদ আহমদ, জুনেদ আহমদ, সাদেক আহমদ, নোমান আহমদ, লাহিন মিয়া, ফাহিল মিয়া, বাবুল প্রমুখ।
বক্তারা ৫ জানুয়ারি কে ইতিহাসের কালো অধ্যায় অভিহিত করেন বলেন, ২০১৪ সনের ৫ জানুয়ারির অবৈধ নির্বাচন শেখ হাসিনার রাজনৈতিক জীবনের কলঙ্ক জনক অধ্যায়। এদিন বাংলাদেশের রক্তে
ভেজা গনতন্ত্র কে হত্যার জন্ন্যে বর্তমান সরকার কে দায়ী করেন। বক্তারা অভিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দেশ প্রেমিক জনতাকে এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি


























